বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
অলসতা হতে
আল্লাহ্র আশ্রয় প্রার্থনা:
حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ،
حَدَّثَنَا سُلَيْمَانُ، قَالَ حَدَّثَنِي عَمْرُو بْنُ أَبِي عَمْرٍو، قَالَ
سَمِعْتُ أَنَسًا، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ " اللَّهُمَّ
إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ،
وَالْجُبْنِ وَالْبُخْلِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ ".
আনাস ইবনু মালিক
(রাঃ) থেকে বর্ণিতঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলতেন : হে আল্লাহ্!
নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই- দুশ্চিন্তা,
পেরেশানী, অক্ষমতা,
অলসতা, কাপুরুষতা,
কৃপণতা, ঋণভার ও মানুষের প্রভাবাধীন হওয়া থেকে। সহীহ
বুখারী, হাদিস নং- ৬৩৬৯
হাদিসের মানঃ
সহিহ হাদিস
★নিচের পদ্ধতি অবলম্বন করতে হবে।
নিয়মিত
নামায আদায় করতে হবে এবং আল্লাহ্ কাছে মুনাজাত করে, তাঁকে
স্মরণ করে, তাঁর কিতাব তেলাওয়াত করে স্বাদ অনুভব করতে হবে।
আল্লাহ্
তাআলা বলেন,
اتْلُ مَا أُوحِيَ
إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ
الْفَحْشَاء وَالْمُنكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا
تَصْنَعُونَ
আপনি আপনার
প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামায কায়েম করুন। নিশ্চয় নামায অশ্লীল ও
গর্হিত কার্য থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন তোমরা যা
কর। (সূরা আনকাবুত ৪৫)
একবার সাহাবারা রাসূলুল্লাহ ﷺ-কে বলল, অমুক সাহাবী বিভিন্ন ধরনের খারাপ কাজে জড়িয়ে
পড়েছে। রাসূলুল্লাহ ﷺ জিজ্ঞেস করলেন, সে কি এখনো নামাজ পড়ে? সবাই বলল, হ্যাঁ, পড়ে। রাসূলুল্লাহ ﷺ বললেন, সে যদি নামাজ পড়তে থাকে তাহলে নামাজ তাকে অবশ্যই
একদিন খারাপ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। (মুসনাদে আহমাদ ২/৪৪৭)
★একাকী
থাকা যাবেবা। বিশেষ করে একাকী রাত কাটানো যাবেনা।
হাদিসে
এসেছে নবী ﷺ কোন পুরুষকে একাকী রাত কাটাতে নিষেধ করেছেন। (মুসনাদে আহমাদ
২/৯১)
ঘুমানোর সময়
ইসলামী আদবগুলো মেনে চলতে হবে। যেমন ঘুমানোর দোয়াগুলো পড়া, ডান
পার্শ্বে কাত হয়ে শোয়া, পেটের উপর ভর দিয়ে না-ঘুমানো; যেহেতু
এ সম্পর্কে নবী ﷺ-এর নিষেধ আছে।
কাছে মোবাইল
বা কম্পিউটার রাখা যাবেনা,সেটি অন্য ঘরে রেখে আসতে হবে।
যথাসম্ভব
মাগরিবের পর থেকেই মোবাইল থেকে দূরে থাকতে হবে।
কাযা নামাজ কিভাবে আদায় করবেন-
https://ifatwa.info/50083?show=50103#a50103
গোনাহের শাস্তি ও তাওবা সম্পর্কে জানুন- https://www.ifatwa.info/906
কয় অবস্থায় মিথ্যা বলা জায়েজ- https://ifatwa.info/48824?show=48826#a48826
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১. আপনি অলসতা দূর করার জন্য উপরোক্ত আমলটি
করতে পারেন। আর বিশেষ করে আল্লাহ তায়ালাকে
ভয় করুন। অলসতা দূর করে ফেলুন। আর বেশী বেশী আল্লাহ তায়ালার
কাছে দুআ করতে থাকুন যেনো তিনি আপনাকে আবার পূর্বের অবস্থার মত আমল করার তাওফীক
দান করেন।
২. গোনাহ করলে
স্মরণ শক্তি লোপ পায়। তাই সকল ধরণের গোনাহ থেকে বিরত থাকবেন। তাহলে দেখবেন স্মরণ
শক্তি আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। আবার স্মরণ শক্তি বৃদ্ধির জন্য তাহাজ্জুদের নামাজ
পড়ে বেশী বেশী দুআ করবেন।