ধরুন কোনো স্বামী কিছু সপ্ন দেখছে যে তার স্ত্রী তার থেকে আলাদা হয়ে যাচ্ছে অন্য কাউকে বিয়ে করছে,চলে যাচ্ছে অর্থাৎ সে তার স্ত্রীকে বলছে সবগুলো মূলকথা হলো তুমি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।এগুলো সে তাঁর স্ত্রীকে বলে যে আমি এমন সপ্ন কয়েকদিন দেখছি।আরো বলছে আমি চাইনা আমাদের মাঝে এরকম কিছু হোক,কখনো বিচ্ছেদ হোক এটা চাইনা,আল্লাহ না করুক এমন কিছু হোক ইত্যাদি ইত্যাদি।তার সপ্নগুলো শুনে স্ত্রীর মন খারাপ হয়ে যায় তাই সে কোনো কথা বলেনা চুপ হয়ে যায়। এজন্য সে তার স্ত্রীকে বলে তুমি এমন করছো কেন?? তুমি যদি এমন কর(মন খারাপ করো) তাহলে আমার মনে হয় এরকম হবে (এরকম হবে বলতে সপ্নের দিকে ইঙ্গিত করে বলছে যে সপ্নে যেমন টা দেখছে বিচ্ছিন্ন হয়ে গেছে তেমনটা বুঝায়ছে হয়তো মুখে শুধু এরকম হবে বলছে)।ঐ মজলিসে একথাটাও বলছে যে সপ্ন কি কোনো কিছুর দলিল হয় হয়না।
১.এরকম হবে বলতে সপ্নের ন্যায় বিচ্ছিন্ন হবে এটা বোঝানোর কারণে কি শর্তযুক্ত তালাক হবে?তুমি যদি এমন কর তাহলে আমার মনে হয় এরকম হবে শুধু এটুকুই বলছে
২.তুমি যদি এমন করো তাহলে আমার মনে হয় এরকম হবে৷ এখানে এরকম হবে বলার আগে আমার মনে হয় বলছে কিনা তা নিয়ে স্ত্রীর একটু সন্দেহ হচ্ছে একবার তার মনে হচ্ছে স্বামী আমার মনে হয় কথাটা বলছে আবার মনে হচ্ছে বলছিলো কিনা তাছাড়া স্বামীকে জিজ্ঞেস করতেও ভয় পাচ্ছে যে স্বামী উল্টাপাল্টা কিছু বলে কিনা।স্ত্রী সন্দেহ থাকার কারনে কি শর্তযুক্ত তালাক হবে??
৩.স্বামী যদি শুধু এইটুকু বলতো যে তুমি যদি এমন(মনমরা থাকো) করো তাহলে এরকম(সপ্নের ন্যায় বিচ্ছিন্ন হবে বা বিচ্ছেদ হবে এটা বুঝাতে শুধু এরকম হবে বলেছে হয়তো) হবে। মনে হয় না বলে নিলে কি শর্তযুক্ত তালাক হবে?আর শুধু এরকম হবে বলছে মুখে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কতা উল্লেখ করেনি এতে কি সমস্যা হবে??
৪.সবগুলোর মূল কথা হলো তুমি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছো/গেছো(১ম এ গেছো বলছে নাকি গে বলার সাথে সাথে ঠিক করে যাচ্ছো বলছে এটা নিয়ে সন্দেহ হচ্ছে তবে যাচ্ছো বলেছিলেন এটা অনেকটাই শিওর) এটা বলাতে কি তালাক হবে?যতদুর মনে হয় তিনি হয়তো সপ্নগুলোর মুল কথা বলেছেন।
প্রশ্ন ৪ টা আবার একটু পড়ে উত্তর বলবেন বুঝিয়ে