আসসালামু-আলাইকুম ওয়া-রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
প্রশ্নটা একটু বড়,
দয়া করে ভালো ভাবে পরে উত্তর দিবেন,
শাইখ,
আমার আব্বু তার ( ১.২৫ কাঠা/ শোয়া এক কাঠা) জমি থেকে আমার আম্মুকে (০.৫০ কাঠা/ ১ কাঠার অর্ধেক = হাফ কাঠা) জমি লিখে দেন ২০১০ সালে।
মানে এখন আমার আব্বুর নাম এ,
১.২৫ কাঠা থেকে ০.৭৫ কাঠা আছে, বাকি ০.৫০ কাঠা আমার আম্মুর নামে লিখিত আছে,,,
উল্লেখ্য এইযে,
আমার বাবা-মার ২ সন্তান,
১ হলাম আমি, ২য় হলো আমার ছোট বোন।
এখন প্রশ্ন হলো,
১,, আমার বাবা মারা গেলে,,
উপরিউক্ত সম্পত্তি কিভাবে শরিয়তের দৃষ্টিতে ভাগাভাগি হবে,,?
*
আমি পরিবারের বড় ছেলে কতটুকু পাবো,,?
*
আমার বোন কত টুকুর হকদার,,?
*
আমার মা কতটুকুর হকদার,?
২,,
আমার বাবা-মা-বোন কেউই ইসলাম মানে না,বাবা এভাবে অসুস্থ আর মা-বোন সুস্থ কিন্তু আমাকে তারা সহ্য করতে পারে না,,তারা আমাকে ঠকানো প্লান সব-সময়ঈ করে,,
আমাকে আমার মা বলেছেন,, আমার *বাবার ০.৭৫ কাঠা জমি থেকে,, বাবা মারা গেলে,,
আমার বোন এর ভাগ নিবেন,,তারপর স্ত্রি হিসেবে উনিও ২ আনি জমির ভাগ নিবেন, তারপর উনার নামে (মানে আমার আম্মুর নামে যে জায়গা আছে) ০.৫০ কাথা সেটা থেকেও আমাকে কিছু দিবেন নাহ,, সব জায়গা নিজের মেয়েকে দিয়ে দিবেন,,বাকি যে জায়গা আমি পাবো সেটাও আমার সাথে পারলে উনি বেইমানি করে নিয়ে নিবেন,,
আমার সাথে উনারা যাই করুক আমি আমার বাবা মাকে ভালোবাসি আল্লাহর জন্য
কিন্তু,
**আমার প্রশ্ন,,
১.২৫ কাঠা জমির থেকে আমি যদি ছেলে হয়ে এত কম পাই,,
এটাকি জুলুম নয়,,?
এর জন্য আমার মাকে কি আল্লাহর
কাছে জবাব দিতে হবে না,?
৩,
আমার মায়ের নামে যেই ০.৫০ কাঠা আছে সেখান থেকে কি আমি শরিয়তের দৃষ্টিতে হকদার ? (উনি আমাকে বলেন যে, আমার থেকে কিছু পাবি না মনে কর এটা তোর আব্বু কোন অপরিচিত মানুষের কাছে বিক্রি করে দিয়েছে) আসলেই কি আমি হকদার নই ,.?
৪,, উপরোক্ত পরিস্থিতি অনুযায়ী, ভবিষ্যতে ১.২৫ কাঠা জায়গা থেকে ০.৭৫ কাঠা আমার আম্মু আমাকে দিবে না,, বকি আব্বুর জমি ০.৫০ কাঠা থেকেও টা নিবে,, যেভাবে আমি ২নাম্বার প্রশ্নে বললাম,,
তাহলে কি এটাই আমার প্রাপ্য,,?