বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
মুহাক্বিক বিজ্ঞ উলামায়ে কেরাম যদি তাদের কিতাবে এমন কোনো ঘটনা নিয়ে আসেন,তাহলে সেই ঘটনাকে বিশ্বাস করা যায়।যেমন থানভী রাহ,তাকি উসমানি,মুফতী শফী রাহ এরা সবাই বিজ্ঞ ও মুহাক্বিক। সুতরাং তাদের আলোচনাকে বিশ্বাস করা যাবে।
তবে সাধারণ কোনো আলেম যদি এমন কোনো ঘটনা বর্ণনা করেন,তাহলে তাদের কথাকে সত্য মিথ্যা কিছুই বলা যাবে না।যেমন ইসরাঈলি রেওয়াতকে সত্য মিথ্যা কিছুই বলা যায় না। ইসরাঈলী রেওয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাঃ বলেন,
إذا حدثكم أهل الكتاب فلا تصدقوهم ولا تكذبوهم
রাসূলুল্লাহ সাঃ বলেন,যখন তোমাদের নিকট আহলে কিতাবদের নিকট থেকে কোনো বর্ণনা আসে, তখন তোমরা এই বর্ণনাকে সত্য বা মিথ্যা কিছুই বলবে না।
সুতরাং আপনি উক্ত ঘটনাকে বিশ্বাস করতে পারেন।ও প্রচার করতে পারবেন।আশারাখি এতে আপনি মিথ্যাবাদী হবেন না।