নিচের উল্লেখিত পান খাওয়ার বিধান টি কি সঠিক?
"জর্দ্দা খাওয়া হালাল।
জর্দা খাওয়া হারাম নয় । অতএব যারা জর্দা বিষয়ে
সন্দেহে আছেন তারা জেনে নিন ।
মূলত কোন একটি জিনিস হারাম করতে গেলে
কোরআন হাদীসে থাকতে হবে । কারন
আল্লাহ যে বিষয়টি হারাম করেননি সেটাকে হারাম
বলার অধিকার কেউ রাখে না । আল্লাহত জানত যে
জর্দা নামক একটি দ্রব্য তৈরি হবে পৃথিবীতে ।
তাহলে হারাম করেন নি কেন ? আর কোরআন
হাদীসের কোথাও জর্দা হারাম বলা নেই । এখন
আপনাকে করতে হবে মাযহাবের ইমামদের মত
কোরআনের আয়াতের উপর ইজতিহাদ ।অর্থ্যাৎ
কোরআন হাদীসের আয়াতের ভিতর থেকে
সিদ্ধান্ত বের করতে হবে । তার আগে প্রথমে
দেখতে হবে জর্দা জিনিসটি কি । আপনি বলছেন
জর্দা নেশা তৈরি করে আর প্রত্যেক নেশাকর
বস্তু হারাম । মূলত এটা ভুল যে জর্দাকে নেশার
সাথে সম্পৃক্ত করা । কারন নেশাকর বস্তুকে হারাম
করা হয়েছে এইজন্যে যে স্মৃতি বিস্মৃত ঘটে ।
ফলে অশ্লীল হারাম কাজও ঘটে ।। যেমন মদ
হারাম হবার আগে এক সাহাবি মদ খেয়ে নামায
পড়ছিল তখন স্মৃতি বিস্মৃত হয়ে নামায বহির্বুত কথা
মুখ দিয়ে বের হয় । আর পরেত মদকে হারামই
করে দেয়া হয় । আর তাই আল্লাহর রাসূল সা.
মদকে যাবতীয় অশ্লীল কাজের মূল বলে
আখ্যায়িত করেছেন ।এখন জর্দার দ্বারা কখনোই
স্মৃতি বিস্মৃত হয়না । তবে মুখে দুর্গন্ধ হয় । কাচা
পিয়াজও খেলে মুখে দুর্গন্ধ করে আর তাই কাচা
পিয়াজ খেয়ে মুখ পরিস্কার করে মসজিদে আসার
হুকুম ।এখন কেউ যদি জর্দা খেয়ে মুখ পরিস্কার
করে ফেলে তবে কোন অভিযোগ নেই ।
ফলে নেশাকর বস্তুর সাথে জর্দাকে সম্পৃক্ত
করা ভুল । এবার আসুন ক্ষতিকরতার দিক থেকে
বিশ্লেষন : মূলত জর্দা খেলে মৃত্যু ঘটে এমন
ঘটনা আজও ঘটেনি । এটা কেবল বিজ্ঞানিদের
অভিমত যে তামাক পাতা খাওয়া ক্ষতিকর । এখন
বিজ্ঞানিদের এই বিশ্লেষনের উপর ভিত্তি করে
যদি ফতোয়া দেয়া হয় যে জর্দা খাওয়া হারাম
তবেত গরুর মাংস খাসীর মাংস খাওয়াও হারাম । কারন
রেড মিটে মৃত্যু ঝুকি বাড়ায় এটা দুনিয়ার সকল
বিজ্ঞানিদের সিদ্ধান্ত । ফলে জর্দাকে হারাম বলার
সুযোগ এখানেও নেই । এবার আসুন জর্দা
খেলেত কোন লাভ নেই তার মানে এটা অপচয়
, আর অপচয় হারাম এর বিশ্লেষন : চিংড়ি মাছ
খাওয়াতে কোন লাভ নেই বরং চিংড়ি এলার্জিকারক ।
আর তাই একসময় চিংড়ি খাওয়া নিয়ে বিতর্ক ছিল ।
তবে শেষ পর্যন্ত রায় এটা যে চিংড়ি হালাল আর
আমরা খাচ্ছিও আজ অবধি । আমরা বাজারের যেই
বিস্কিট চিপস খেয়ে থাকি এগুলোতে কোন
লাভ নেই বরং Junk food মৃত্যুর ঝুকি বাড়ায় এবং
ডায়াবেটিসের কারন হয় । এখন কি বিস্কিক চিপস হারাম
বলবেন ? কতটুকু পর্যায়ে গেলে একটি বিষয়
হারাম হবে এর মাত্রা বুঝতে হবে । যাইহোক
জর্দা খাওয়া মোটেও হারাম নয় ।হ্যা সিগারেটের
ব্যাপার আলাদা । কারন সিগারেটের ধূয়া ছড়িয়ে
পড়ে এবং অধুমপায়িদের মারাক্তক কষ্ট হয় । আর
কাউকে বিনা কারনে কষ্ট দেয়া হারাম ।"