ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যেহেতু স্বামী তার স্ত্রীকে তালাকের অধিকার দিতে চায় না। তাই স্বামীর বক্তব্য
"কাজী যদি তোমাকে তালাকের অধিকার দিয়ে থাকে তাহলে সেই অধিকার আমি তোমার থেকে ফিরিয়ে নিলাম"
স্বামীর এই কথার জন্য স্ত্রী অধিকার পাবে না।
২. স্বামী যদি মন খারাপ হয়ে বলে,
"আমাকে কেউ পছন্দ করে না বাজে স্বাভাবের জন্য, তুমিতো দেখতেছই আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারি না, পরে তুমি আমারে ছাইড়া দিবা" - এই কথায় স্ত্রী তালাকের অধিকার পাবে না।
৩. স্বামী যদি বলে "টাকা না থাকলে সবাই ছাইড়া চলে যায়। আমাকে কেউ বুঝেই না। আমার টাকা না থাকলে তুমি আমারে ছাইড়া দিবা "- এই কথা স্বামী তার স্ত্রীকে এই ভয়ে বলেছে কারণ কিছু হইলে সবাই ছেড়ে যায়, এখন তার স্ত্রী যদি তাকে ছেড়ে দেয়!
স্বামীর এইভাবে কথা বলার জন্য স্ত্রী তালাকের অধিকার পাবে না।
৪. "তুমি আমার সাথে থাইকো না"- এই কথায় স্ত্রী তালাকের অধিকার পাবে না।
৫. "তুমি চলে যাবা", "তুমি একদিন চলে যাবা" এই কথা গুলো বলার কারণে স্ত্রী তালাকের অধিকার পাবে না।