আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
143 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (189 points)
reshown by
১. স্বামী স্ত্রীকে তালাকের অধিকার দিতে চায় নাই আগে থেকেই। কাজী শুধু তার থেকে স্বাক্ষর নিয়েছিল, ১৮ নং এর ব্যাপারে স্বামীকে কিছু জিজ্ঞেস করা হয় নাই, সেটা খালি রাখা হয়েছিল। স্বামী এই বিষয়ে জানে বিয়েতে কাজীরা সেইখানে স্বামীর অনুমতি না নিয়ে স্ত্রীকে অধিকার দিয়ে দেয়।
তখন সে স্ত্রীকে বলে, "কাজী যদি তোমাকে তালাকের অধিকার দিয়ে থাকে তাহলে সেই অধিকার আমি তোমার থেকে ফিরিয়ে নিলাম" স্বামীর এই কথার জন্য কি স্ত্রী অধিকার পাবে, যদি স্বামী স্ত্রীকে কখনও অধিকারই না দিয়ে থাকে?

২. স্বামী যদি মন খারাপ হয়ে বলে,
"আমাকে কেউ পছন্দ করে না বাজে স্বাভাবের জন্য, তুমিতো দেখতেছই আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারি না, পরে তুমি আমারে ছাইড়া দিবা" - এই কথায় কি স্ত্রী তালাকের অধিকার পাবে?

৩. স্বামী যদি বলে "টাকা না থাকলে সবাই ছাইড়া চলে যায়। আমাকে কেউ বুঝেই না। আমার টাকা না থাকলে তুমি আমারে ছাইড়া দিবা "- এই কথা স্বামী তার স্ত্রীকে এই ভয়ে বলেছে কারণ কিছু হইলে সবাই ছেড়ে যায়, এখন তার স্ত্রী যদি তাকে ছেড়ে দেয়!?
স্বামীর এইভাবে কথা বলার জন্য কি স্ত্রী তালাকের অধিকার পাবে?

৪. "তুমি আমার সাথে থাইকো না"- এই কথায় কি স্ত্রী তালাকের অধিকার পায়?

৫. "তুমি চলে যাবা", "তুমি একদিন চলে যাবা" এই কথা গুলোয় কি স্ত্রী তালাকের অধিকার পায়?

1 Answer

0 votes
by (597,330 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যেহেতু স্বামী তার স্ত্রীকে তালাকের অধিকার দিতে চায় না। তাই স্বামীর বক্তব্য
"কাজী যদি তোমাকে তালাকের অধিকার দিয়ে থাকে তাহলে সেই অধিকার আমি তোমার থেকে ফিরিয়ে নিলাম" 
স্বামীর এই কথার জন্য স্ত্রী অধিকার পাবে না। 

২. স্বামী যদি মন খারাপ হয়ে বলে,
"আমাকে কেউ পছন্দ করে না বাজে স্বাভাবের জন্য, তুমিতো দেখতেছই আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারি না, পরে তুমি আমারে ছাইড়া দিবা" - এই কথায়  স্ত্রী তালাকের অধিকার পাবে না।

৩. স্বামী যদি বলে "টাকা না থাকলে সবাই ছাইড়া চলে যায়। আমাকে কেউ বুঝেই না। আমার টাকা না থাকলে তুমি আমারে ছাইড়া দিবা "- এই কথা স্বামী তার স্ত্রীকে এই ভয়ে বলেছে কারণ কিছু হইলে সবাই ছেড়ে যায়, এখন তার স্ত্রী যদি তাকে ছেড়ে দেয়!
স্বামীর এইভাবে কথা বলার জন্য স্ত্রী তালাকের অধিকার পাবে না।

৪. "তুমি আমার সাথে থাইকো না"- এই কথায় স্ত্রী তালাকের অধিকার পাবে না।

৫. "তুমি চলে যাবা", "তুমি একদিন চলে যাবা" এই কথা গুলো বলার কারণে স্ত্রী তালাকের অধিকার পাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...