ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
স্বামী যদি স্ত্রীকে তালাকের মজলিসে এ কথাগুলো বলে, তোমার সাথে দুরত্ব সৃষ্টি হয়ে যাবে,সম্পর্কে ফাটল ধরে যাবে,আমাদের মাঝে দুরত্ব হয়ে যাবে একথাগুলোর কোনোটাই কেনায়া তালাক হবে নয়।
(২)
মোবাইলে কথা বলার সময় স্বামী যদি সংসার না করা সম্পর্কিত,ছেড়ে দেয়ার ব্যাপারে কোনো কথা বলে এবং স্ত্রী যদি তালাক না চায় তাহলেও স্বামী যদি ঐ মজলিসেই (ফোনে কথা বলা অবস্থায়) কেনো কেনায়া তালাকের শব্দ বলে তাহল নিয়ত ছাড়াই তালাক হবে না। বরং স্বামীর নিয়ত লাগবে।
৩. মনে করেন স্বামী কোনো একটা ব্যাপারে স্ত্রীর উপর অসন্তুষ্ট থাকায় বলছে, তোমাকে অনেক ছাড় দিছি কিন্তু ছেড়ে দিছি এরকমটা ভাবলে ভুল করবা/ তোমাকে অনেক ছাড় দিছি কিন্তু ছেড়ে দিছি এরকমটা ভেব না/তোমাকে অনেক ছাড় দিছি, কিন্তু তার মানে এটা না যে ছেড়ে দিছি
এখানে যে ৩ টা বাক্য দ্বারাই তালাক হবে না।
৪.তোমাকে অনেক ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিছি এখানে স্বামী ছেড়ে দিছি শব্দের সাথে আরো কিছু কথা বলেচে বলে স্ত্রীর মনে হচ্ছে কিন্তু কি বলছে স্ত্রী শিওর হতে পারছে না। এক্ষেত্রে স্ত্রী ধরে নিবে যে তালাক হয়নি।
৫.৩ নং প্রশ্নে স্বামী উক্ত বাক্যগুলোর মধ্য থেকে কোনটা বলছে ও তোমাকে অনেক ছাড় দিয়েছি এটা বলার পর ঐ বাকি অংশটুকু আসলে কি বলছে এটা নিয়ে স্ত্রী সন্দেহ হচ্ছে।কিন্তু ছেড়ে দিলাম এমন কোনো শব্দ বলেনি। এসমস্ত বাক্য দ্বারা তালাক হবে না।
তালাকের ওয়াসওয়াসা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/835