যেহেতু আমি বাইরে কোনো কাজ করতে চাই না এবং এই মূহুর্তে কোনো টিউশনি ও পাচ্ছিনা, তাই আমি ফেসবুকে একটা পর্দার পোশাক বিক্রি করার পেইজ এর মডারেটর হতে চাচ্ছিলাম। যেই পেইজের ওউনার আপু উনার প্রোডাক্টের ছবি এবং নিকাবের ডিটেইল বোঝানোর সুবিধার্থে নিজেই নিকাব পড়ে ভিডিও টিউটোরিয়াল তৈরি করেন।মাঝেমাঝে বোরকা পরিহিত ছবি ও আপ্লোড করেন।
এই পেইজের মডারেটর এর কাজ হলো, কোনো কাস্টমার যখন ইনবক্সে এসে প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইবে, তখন তাকে সেই প্রোডাক্ট সম্পর্কে জানানো।এবং সে যদি প্রোডাক্ট টা অর্ডার করতে চায় তাহলে তার অর্ডার গ্রহণ করা।একজন যতোটা অর্ডার গ্রহণ করবে,সেই অনুযায়ী মডারেটর কে খুবই অল্প সংখ্যক কমিশন দেওয়া হবে।২০-৩০ টাকার মতোন আর কি!কাস্টমার ডিলিং বিষয় টাই এখানে মুখ্য কাজ।
যেহেতু এই পেইজে পর্দা করা অবস্থায় ও ছবি ইউজ করা হয়েছে,সেহেতু আমি যদি এই কাজ টা করি,তাহলে কি আমার ইনকাম হারাম হবে?আমার কি গুনাহ হবে?
পেইজের ওউনার আপু আমাকে আরেকটা এক্সট্রা ইনকামের সুযোগ দিয়েছেন।যেহেতু আমি টুকটাক লিখতে পারি,তাই আপু বলেছেন যদি আমি উনার পেইজের হয়ে ডেইলি একটা করে পোস্ট লিখে দেই,আর সেটা পোস্ট করে দেই,তাহলে পার পোস্ট ২০ টাকা করে পাবো।কিন্তু পোস্টের সাথে তো আপুর প্রোডাক্টের ছবি ও থাকবে,আর সেখানে মাঝেমধ্যে পর্দা করা অবস্থায় আপুর ছবি ও থাকবে।যদি আপুকে আমি কেবল লিখে দেই,আর আমার লিখা টা ব্যবহার করে ছবি উনি নিজেই পোস্ট করেন,তাহলেও কি আমার ইনকাম এক্ষেত্রে হারাম হবে?আমি কি গুনাহগার হবো??
জানালে খুব উপকৃত হবো।