আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
161 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (17 points)
আসসালামু আলাইকুম,  আমার হাসবেন্ড এর নামাজের আগে ও মধ্যে অনেক বায়ুজনিত সমস্যা হয়। দেখা যায় 3, 4 বার ওজু করা লাগে ।  স্বাভাবিক অবস্থায় ও প্রব্লেম হয় তবে নামাজে বেশি প্রত্যেক ওয়াক্তে। আর নামাজের আগেই ওনার টয়লেট হয়। প্রসাবের জন্য গেলেও দেখা যায় টয়লেট (পায়খানা) হয়। এর কারনে তার জামাত ছুটে যায় বা দেরি হয়ে যায়। আর বায়ু জনিত সমস্যা তো আছেই ( শব্দ ছাড়া ও হয় আবার শব্দ সহ) এর জন্য করনীয় কি সে কি প্রতি ওয়াক্তে একবার ওজুই করত্র পারবে?
আর একটা প্রশ্ন নামাজের সময় নিয়ে! মুস্লিম ডে এপ্স টাতে ওয়াক্ত দেখি।  কিন্তু দেখা যায় ফজরের সময় দেয়া আছে 5ঃ 42 পর্যন্ত সময় আছে কিন্তু 5ঃ35 এ আকাশ ফর্সা হয়ে যায় তখন কি এপ এর টাইম ধরে নামাজ আদায় করা যাবে?? মুস্লিম ডে তে কি টাইম ঠিক আছে??

1 Answer

0 votes
by (574,260 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


(০১)
হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ أَبِي خَلَفٍ، قَالَا حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَعَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، قَالَ: شُكِيَ إِلَى النَّبِيِّ صلي الله عليه وسلم الرَّجُلُ يَجِدُ الشَّىْءَ فِي الصَّلَاةِ حَتَّى يُخَيَّلَ إِلَيْهِ فَقَالَ " لَا يَنْفَتِلُ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا " . - صحيح : 

‘আব্বাদ ইবনু তামীম হতে তাঁর চাচার সূত্রে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে অভিযোগ করল যে, কখনো সলাতের মধ্যে কিছু একটা সন্দেহ হয় যে, তার অযু হয়ত নষ্ট হয়ে গেছে। তিনি বললেন, (বায়ু নির্গত হওয়ার) শব্দ না শুনা কিংবা গন্ধ না পাওয়া পর্যন্ত সলাত ছাড়বে না।

বুখারী (অধ্যায়ঃ উযু, অনুঃ নিশ্চিত না হওয়া পর্যন্ত সন্দেহ বশতঃ উযু করতে হবে না, হাঃ ১৩৭), মুসলিম ৩৬২ (অধ্যায়ঃ হায়িয, অনুঃ পবিত্রতার ব্যাপারে নিশ্চিত হওয়ার পর উযু নষ্ট হওয়ার সন্দেহ হলেও ঐ অবস্থায় সালাত আদায় করা জায়িয,মিশকাতুল মাসাবিহ ৩০৬)

এই হাদীসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগন বলেছেনঃ

قَوْلُهٗ (حَتّى يَسْمَعَ صَوْتًا أَو يَجِدَ رِيْحًا) (যতক্ষণ না সে বায়ু বের হওয়ার শব্দ বা নির্গত বায়ুর গন্ধ পাবে ততক্ষণ নামাজ ছেড়ে আসবে না)। এর অর্থ হলো যতক্ষণ না সে শব্দ শ্রবণ বা গন্ধ পাওয়া বা অন্য যে কোন পন্থায় তার বায়ু নির্গত হওয়ার বিষয়ে নিশ্চিত হয় ততক্ষণ নামাজ পরিত্যাগ করবে না বা ছেড়ে আসবে না। 

আরো জানুনঃ 

প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন, 
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার স্বামীর জন্য করনীয় হলো নামাজের মধ্যে যদি তিনি বায়ু বের হওয়া সম্পর্কে নিশ্চিত হোন,তাহলে তার নামাজ ভেঙ্গে যাবে।

বায়ু বের হওয়া সম্পর্কে নিশ্চিত হলেই নামাজ ভেঙ্গে যাবে।
পুনরায় অযু করে আসতে হবে। 
এসে বাকি নামাজ আদায় করতে হবে।
মাঝ পথে কোনো কথাবার্তা বলা যাবেনা। 

তিনি এই পদ্ধতি অবলম্বন করে নামাজ আদায় করবেন।
সেটি হলো নামাজ শুরু করার পর অযু ভেঙ্গে যাওয়ার উপর তিনি নিশ্চিত হলে সাথে সাথে অযু করে এসে নামাজ যেই অবস্থায় রেখে গিয়েছেন,সেখান থেকেই আদায় করবেন।
শুরু থেকে আদায় করতে হবেনা।

আরো জানুনঃ- 
https://ifatwa.info/28089/
,
আর যদি তিনি বায়ু বের হওয়া সম্পর্কে  নিশ্চিত না হোন,এট যদি শুধুমাত্র তার মনের সন্দেহ হয়,তাহলে নামাজ চালিয়ে যাবেন। 

★তবে তিনি যদি মা'যুর হোন তাহলে বিধান ভিন্ন হবে।
সেক্ষেত্রে প্রত্যেক ওয়াক্তের জন্য একবার অযু করলেই হবে,ঐ একবার অযু দিয়ে ঐ ওয়াক্তের মধ্যে যত ইচ্ছা নামাজ আদায় করতে পারবেন।

তিনি মা'যুর কিনা, এ সম্পর্কে নিশ্চিত হতে জানুনঃ   

(০২)
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি ইসলামী ফাউন্ডেশন এর ক্যালেন্ডার দিকে দেখে নামাজ আদায় করবেন।
,
অথবা "ইসলামি জিন্দেগী" App ডাউনলোড করে আপনার জেলার নাম সিলেক্ট করে নিজ জেলা অনুযায়ী নামাজ আদায় করতে পারেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 140 views
...