ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মহান আল্লাহ বলেনঃ
ﻳَﺎ ﺑَﻨِﻲ ﺁﺩَﻡَ ﻗَﺪْ ﺃَﻧﺰَﻟْﻨَﺎ ﻋَﻠَﻴْﻜُﻢْ ﻟِﺒَﺎﺳًﺎ ﻳُﻮَﺍﺭِﻱ ﺳَﻮْﺀَﺍﺗِﻜُﻢْ ﻭَﺭِﻳﺸًﺎ ﻭَﻟِﺒَﺎﺱُ ﺍﻟﺘَّﻘْﻮَﻯَ ﺫَﻟِﻚَ ﺧَﻴْﺮٌ ﺫَﻟِﻚَ ﻣِﻦْ ﺁﻳَﺎﺕِ ﺍﻟﻠّﻪِ ﻟَﻌَﻠَّﻬُﻢْ ﻳَﺬَّﻛَّﺮُﻭﻥَ
তরজমাঃ-হে বনী-আদম আমি তোমাদের জন্যে পোশাক অবর্তীণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং অবর্তীণ করেছি সাজ সজ্জার বস্ত্র এবং পরহেযগারীর পোশাক, এটি সর্বোত্তম। এটি আল্লাহর কুদরতেরঅন্যতম নিদর্শন, যাতে তারা চিন্তা-ভাবনা করে।[সূরা আল আ’রাফ ২৬]
পোষাকের ক্ষেত্রে ইসলামের কতিপয় মূলনীতির প্রতি লক্ষ্য রেখে একজন মুসলিম যে কোন পোষাক পরতে পারবে। ইসলামে তার অনুমোদন রয়েছে।মূলনীতি গুলো যেমন-
সতরকে আবৃত করে রাখা।সতর সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/975
পোষাক সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1036
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সেলায়ার কামিজ ইতিপূর্বে নারীরা পরিধান করতো না।বরং শাড়ী কাপড় পরিধান করতো। কাপড় সময়ে সময়ে বদলে যায়।শাড়ী কাপড়ের চেয়ে সেলোওয়ার কামিজ সহজ, তাই লোকজন এটাকে গ্রহণ করে নিয়েছে।
যাইহোক,
পোষাকের ক্ষেত্রে লক্ষণীয় দিক হল,সেটা কি সতরকে ঢাকছে? সতরকে পুরোপরিরূপে ঢেকে নেয়, এমন যে কোনো পোষাক নারীরা পরিধান করতে পারবে। সেলায়ার কামিজ যদি ঢিলেঢালা হয়, এবং পরিপূর্ণ সতরকে ঢেকে রাখে, তাহলে সেলোয়ার কামিজ শাড়ীর চেয়ে উত্তম। কেননা শাড়ী পড়াতে অনেক সময় সতর ঠিক থাকে না।