ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
সুরা আ'রাফের ৩১ নং আয়াতে মহান আল্লাহ তায়ালা ইরশাদ
করেনঃ
یٰبَنِیۡۤ اٰدَمَ خُذُوۡا زِیۡنَتَکُمۡ
عِنۡدَ کُلِّ مَسۡجِدٍ وَّ کُلُوۡا وَ اشۡرَبُوۡا وَ لَا تُسۡرِفُوۡا ۚ اِنَّهٗ
لَا یُحِبُّ الۡمُسۡرِفِیۡنَ
হে আদম সন্তান!
প্রত্যেক সলাতের সময় তোমরা সাজসজ্জা গ্রহণ কর,
আর খাও, পান কর কিন্তু অপচয় করো না, অবশ্যই তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না।
এমন শালীন পোশাক
যা পরিধান করে মানুষ মান সম্মত অনুষ্ঠানে উপস্থিত হতে স্বাচ্ছন্দবোধ করে এবং
উপযোগী হিসেবে মনে করে এমন পোশাক পরিধান করে নামায পড়া উচিত। যে পোশাক পরিধান করে
মানসম্মত অনুষ্ঠানে অংশগ্রহণকে মানুষ অপছন্দ করে এমন পোশাক পরিধান করে নামায পড়া
মাকরূহে তানজিহী।
এ মূলনীতির আলোকে
যেহেতু বুজুর্গানে দ্বীনের মজলিস বা রাষ্ট্রীয় মজলিসে হাফ হাতা শার্ট পরিধান করে
যাওয়াকে অপছন্দ করা হয়, তাই এরকম কাপড়
পরিধান করে নামায পড়া খেলাফে সুন্নত তথা মাকরূহে তানজিহী হবে। অন্য কোন কাপড় না
থাকলে মাকরূহ হবে না।
,
( قَوْلُهُ وَصَلَاتُهُ فِي ثِيَابٍ بِذْلَةٍ
) الخ قَالَ فِي الْبَحْرِ ، وَفَسَّرَهَا فِي شَرْحِ الْوِقَايَةِ بِمَا
يَلْبَسُهُ فِي بَيْتِهِ وَلَا يَذْهَبُ بِهِ إلَى الْأَكَابِرِ وَالظَّاهِرُ
أَنَّالْكَرَاهَةَ تَنْزِيهِيَّةٌ (رد المحتار- كتاب الصلاة، بَابُ مَا يُفْسِدُ
الصَّلَاةَ وَمَا يُكْرَهُ فِيهَا [ فُرُوعٌ ] مَشَى مُسْتَقْبِلَ الْقِبْلَةِ
هَلْ تَفْسُدُ- 1/254، مراقى الفلاح-292
সারমর্মঃ যেসমস্ত
পোশাক পড়ে বড়দের সামনে যাওয়া যায়না, সেটি পড়ে নামাজ
পড়া মাকরুহে তানযিহি, তথা
অনুত্তম।
মানুষের ঘাম
নাপাক নয়। (আল বাহরুর রায়েক ১/৩৪৮; মাবসূতে সারাখসী
১/১৩৮)
সুতরাং ঘামযুক্ত
কাপড় বা শরীর দ্বারা আপনি নামায পড়তে পারবেন। তবে যদি কাপড়ে ঘাম লাগতে লাগতে কাপড়
দুর্গন্ধময় হয়ে যায়,তাহলে সেই কাপড় দ্বারা
নামায পড়া মকরুহ হবে।
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই!
মানুষের ঘাম ও মুখের পানি পাক। তাই তা পরিহিত লুঙ্গী দিয়েও
মুছা যাবে। এতে কোনো সমস্যা নেই এবং উক্ত কাপড় পরিধান করে নামাজ পড়লে নামাজও হয়ে
যাবে ইনশাআল্লাহ। তবে যদি কাপড়ে ঘাম লাগতে লাগতে কাপড় দুর্গন্ধময় হয়ে যায়, তাহলে সেই কাপড় দ্বারা নামায পড়া অনুত্তম হবে।