ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুহতারাম দ্বীনি ভাই/বোন!
সালামের ইসলামী ত্বরিকা হল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আল-মাওসু'আতুল ফেকহিয়্যাহ, কিতাবখানা কুয়েত সরকারের সরকারি খরচে প্রায় দশ হাজার গবেষক উলামাদের মাধ্যমে সংকলিত হয়েছে। শাব্দিক বিশ্লেষণের আলোকে প্রথমে একটি শব্দ 'সতর' নিয়ে আসা হয়েছে। তারপর সতর কত প্রকার? সে সম্পর্কে আলোচনা হয়েছে।তারপর চার মাযহাবে এ নিয়ে কোনো মতপার্থক্য রয়েছে কি না? তা নিয়ে আলোচনা হয়েছে। কোথাও কোনো মতপার্থক্য না থাকলে,সেখানে সাধারণ ইসলামের বিধান হিসেবে বর্ণনা করা হয়েছে।
এই কিতাবখানা এ যাবৎকাল ৪০ খন্ডে প্রকাশিত হয়েছে।
এটা চার মাজহাবের সম্মিলিত রুপ নয়।বরং এখানে চার মাজহাবের মাস'আলাককে আলাদা আলাদাভাবে বর্ণনা করা হয়েছে। এই কিতাবখানা আরবীতে রচিত।