আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
197 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (22 points)
১.   নামাজ এ রুকু আর সিজদায় দেরি করা ওয়াজিব, কিন্তু দেরি করা বলতে কি বুঝায়? সুভাহানা রাব্বিয়াল আয়লা বলেই যদি উঠে গেলে কি নামাজ হবে না?

২. নামাজে সিজদায় নিজের ভাষায় দোয়া করলে, কান্না করলে কি নামাজ হবে? যদি কান্নার হাল্কা  আওয়াজ হয়, তাহলে কি নামাজ হবে?
৩. শুনেছি, যে নারি পুরুষের বেশ ধারণ করে,তাকে আল্লাহ লানত করেন, এর মানে কি এইজে কোন নারি যদি পুরুষের সাথে মিল আছে এমন কাপর(জেমনঃ পেন্ট) পরে, কিন্তু মেয়েদের কাপরে সাথে ,  তারপর অ তাকে নারিশুলভ নারি মনে হয়, তাহলেও কি শে আল্লাহর লানত পাবে?

৪.মেয়েরা কি মেয়েদের ডিজাইন এর গাবারডিন কাপরের প্যান্ট পরতে পারবে?

৫. মেয়েদের কুরতি বা জামায় শার্ট এর মত বতাম লগান অ কাটা  থাকলে তা কি পরা যাবে?

৬. পরীক্ষার আগে  গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে suggestion দিলে কি গুনাহ হবে?

৭. কেউ যদি মজা করে কন জিনিশ কে হারাম বলে তার কি ইমান চলে যাবে?
৮. ইসলাম এর কন বিশয় শিক্ষা কে তাছিল্ল করলে কি ইমান চলে জায়?

1 Answer

0 votes
by (597,330 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
وَأَمَّا الِاعْتِدَالُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ وَكُلِّ رُكْنٍ هُوَ أَصْلٌ بِنَفْسِهِ ذَكَرَ الْكَرْخِيُّ أَنَّهُ وَاجِبٌ عَلَى قَوْلِهِمَا. هَكَذَا فِي الظَّهِيرِيَّةِ وَهُوَ الصَّحِيحُ. كَذَا فِي شَرْحِ الْمُنْيَةِ لِابْنِ أَمِيرِ الْحَاجِّ وَتَعْدِيلُ الْأَرْكَانِ هُوَ تَسْكِينُ الْجَوَارِحِ حَتَّى تَطْمَئِنَّ مَفَاصِلُهُ وَأَدْنَاهُ قَدْرُ تَسْبِيحَةٍ.
রুকু এবং সিজদাতে দেড়ী করা ওয়াজিব, একথার অর্থ হল, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে শান্ত হওয়া ও তার স্থানমত হওয়া। এর সর্বনিম্ন সময় হল, এক তাসবিহ সমপরিমাণ। (ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৭১)

(২) নামাযে বাংলা ভাষায় দু'আ করা যাবে না।হ্যা, নফল নামাযে কেউ কেউ রুখসত দিয়ে থাকেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/185
নামাযে কান্না করার বিধান সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/431

(৩)
পুরুষের বেশ ধারণ করাই হাদীসের মূল উদ্দেশ্য। সুতরাং নারীরা প্যান্ট পরিধান করতে পারবে না। হ্যা, যদি কেউ প্যান্ট পরিধান করে,তবে অন্যান্য পোষাক নারীদেরই থাকে, এবং তাকে দেখলে নারীই মনে হয়, তাহলে এটা হাদীসের মিসদাক হবে না। সর্বোপরি উত্তম হল, বিপরীত লিঙ্গের সামান্যতমও সন্দেহ হয়,এমন কাপড়কে পরিত্যাগ করা।

(৪)
মেয়েদের ডিজাইনে হলে,সেটাতো সেলোওয়ার হবে। নাম তার যাই হোক না কেন! সেটা তো সেলায়ার হিসেবেই বিবেচিত হবে।সুতরাং পরিধান করা যাবে।

(৫)
জ্বী পরিধান করা যাবে।

(৬) গোনাহ হবে না।তবে এটাতো অনুচিৎ।আন্তর্জাতিক পরীক্ষা আইনের খেলাফ। সুতরাং অনুত্তম হবে।

(৭) মজা করে কোনো হালাল জিনিষকে হারাম বলাও জায়েয হবে না।নিজের উপর হারাম করলে, কসমের কাফফারা আসবে।তারপর ঐ জিনিষ তার জন্য হালাল হবে।নতুবা তারজন্য হারামই থাকবে।এবং তার গোনাহ হতে থাকবে,যতক্ষণ না সে হারামকে হালালে পরিণত করছে।

(৮)
জ্বী, ঈমান চলে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...