আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
308 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (30 points)
closed by
স্বামী স্ত্রী দুজনই ঈমানদার কিন্তু পাপী হলে একজন যদি আগে জান্নাতে প্রবেশ করে, তবে কি সে অপর ব্যাক্তির অপেক্ষা করতে পারবে?
আমি ঠিক এই প্রশ্নের উত্তর কোথাও পাই নাই। এই কারণে আমার বিয়ে করার ইচ্ছাও অনেক দুর্বল হয়ে পড়েছে।

জানানোর সময় রেফারেন্স দিলে ভালো হয়, মনটা শান্তি পাবে।

আশা করি ইনশাল্লাহ দ্রুত প্রশ্নের জবাব পাবো।
closed

1 Answer

0 votes
by (597,330 points)
selected by
 
Best answer
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
 وَ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ اتَّبَعَتۡهُمۡ ذُرِّیَّتُهُمۡ بِاِیۡمَانٍ اَلۡحَقۡنَا بِهِمۡ ذُرِّیَّتَهُمۡ وَ مَاۤ اَلَتۡنٰهُمۡ مِّنۡ عَمَلِهِمۡ مِّنۡ شَیۡءٍ ؕ کُلُّ امۡرِیًٴۢ بِمَا کَسَبَ رَهِیۡنٌ ﴿۲۱﴾
আর যারা ঈমান আনে এবং তাদের সন্তান-সন্ততি ঈমানের সাথে তাদের অনুসরণ করে, আমরা তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাব এবং তাদের কর্মের কোন অংশই কমাব না। প্রত্যেক ব্যক্তি তার কামাইয়ের ব্যাপারে দায়ী থাকবে। (সূরা তুর-২১)


স্বামী-স্ত্রীর মধ্য থেকে কেউ একজন জান্নাতী এবং অপরজন জাহান্নামি হলে, জান্নাতি ব্যক্তি যদি জাহান্নামি ঐ ব্যক্তির সাথে সংসার করতে চায়, তাহলে সে কি তা পারবে?
এই প্রশ্নের জবাব সরাসরি কুরআন ও হাদীসের কোথাও পাওয়া যাচ্ছে না, তাবারানির একটি বর্ণনা এ ব্যাপারে থাকলেও সেটাকে উলামায়ে কেরাম মাওযু বলে থাকেন। কুরআনে কারীমের ব্যাপক অর্থবোধক নিচের আয়াত থেকে বুঝা যাচ্ছে যে, আল্লাহ তা'আলা জান্নাতির আশার পূর্ণ করবেন। 
কেননা অাল্লাহ তা'আলা বলেন,
يُطَافُ عَلَيْهِم بِصِحَافٍ مِّن ذَهَبٍ وَأَكْوَابٍ ۖ وَفِيهَا مَا تَشْتَهِيهِ الْأَنفُسُ وَتَلَذُّ الْأَعْيُنُ ۖ وَأَنتُمْ فِيهَا خَالِدُونَ
তাদের কাছে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্র এবং তথায় রয়েছে মনে যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়। তোমরা তথায় চিরকাল অবস্থান করবে।
(সূরা যুখরুফ-৭১)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এরকম আশা বা চিন্তাভাবনা কিয়ামতের দিন থাকবে কি না? তা আল্লাহই ভালো জানেন।এবং জান্নতি ব্যক্তি যদি জাহান্নামি ব্যক্তির সাথে সংসার করতে চায়,তাহলে আল্লাহ সেটাকে তো পূর্ণ করবেন।তবে কিভাবে পূর্ণ করবেন,তা আল্লাহই ভালো জানেন।আরো দেখতে পারেন,(ফাতাওয়ায়ে শায়েখ ইবনে উছাইমিন-২/৫২)
وكذلك نقول بالنسبة للمرأة إذا لم تكن ذات زوج، أو كانت ذات زوج في الدنيا ولكنه لم يدخل معها الجنة أنها إذا اشتهت أن تتزوج فلابد أن يكون لها ما تشتهيه لعموم هذه الآيات " اهـ من مجموع فتاوى الشيخ ابن عثيمين 2/52


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...