ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
وَ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ اتَّبَعَتۡهُمۡ ذُرِّیَّتُهُمۡ بِاِیۡمَانٍ اَلۡحَقۡنَا بِهِمۡ ذُرِّیَّتَهُمۡ وَ مَاۤ اَلَتۡنٰهُمۡ مِّنۡ عَمَلِهِمۡ مِّنۡ شَیۡءٍ ؕ کُلُّ امۡرِیًٴۢ بِمَا کَسَبَ رَهِیۡنٌ ﴿۲۱﴾
আর যারা ঈমান আনে এবং তাদের সন্তান-সন্ততি ঈমানের সাথে তাদের অনুসরণ করে, আমরা তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাব এবং তাদের কর্মের কোন অংশই কমাব না। প্রত্যেক ব্যক্তি তার কামাইয়ের ব্যাপারে দায়ী থাকবে। (সূরা তুর-২১)
স্বামী-স্ত্রীর মধ্য থেকে কেউ একজন জান্নাতী এবং অপরজন জাহান্নামি হলে, জান্নাতি ব্যক্তি যদি জাহান্নামি ঐ ব্যক্তির সাথে সংসার করতে চায়, তাহলে সে কি তা পারবে?
এই প্রশ্নের জবাব সরাসরি কুরআন ও হাদীসের কোথাও পাওয়া যাচ্ছে না, তাবারানির একটি বর্ণনা এ ব্যাপারে থাকলেও সেটাকে উলামায়ে কেরাম মাওযু বলে থাকেন। কুরআনে কারীমের ব্যাপক অর্থবোধক নিচের আয়াত থেকে বুঝা যাচ্ছে যে, আল্লাহ তা'আলা জান্নাতির আশার পূর্ণ করবেন।
কেননা অাল্লাহ তা'আলা বলেন,
يُطَافُ عَلَيْهِم بِصِحَافٍ مِّن ذَهَبٍ وَأَكْوَابٍ ۖ وَفِيهَا مَا تَشْتَهِيهِ الْأَنفُسُ وَتَلَذُّ الْأَعْيُنُ ۖ وَأَنتُمْ فِيهَا خَالِدُونَ
তাদের কাছে পরিবেশন করা হবে স্বর্ণের থালা ও পানপাত্র এবং তথায় রয়েছে মনে যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয়। তোমরা তথায় চিরকাল অবস্থান করবে।
(সূরা যুখরুফ-৭১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এরকম আশা বা চিন্তাভাবনা কিয়ামতের দিন থাকবে কি না? তা আল্লাহই ভালো জানেন।এবং জান্নতি ব্যক্তি যদি জাহান্নামি ব্যক্তির সাথে সংসার করতে চায়,তাহলে আল্লাহ সেটাকে তো পূর্ণ করবেন।তবে কিভাবে পূর্ণ করবেন,তা আল্লাহই ভালো জানেন।আরো দেখতে পারেন,(ফাতাওয়ায়ে শায়েখ ইবনে উছাইমিন-২/৫২)
وكذلك نقول بالنسبة للمرأة إذا لم تكن ذات زوج، أو كانت ذات زوج في الدنيا ولكنه لم يدخل معها الجنة أنها إذا اشتهت أن تتزوج فلابد أن يكون لها ما تشتهيه لعموم هذه الآيات " اهـ من مجموع فتاوى الشيخ ابن عثيمين 2/52