আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারা কাতুহু শাইখ,
১/ট্যাপের প্রবাহিত পানিতে যদি কোনো কাপর ধোয়া হয় তাহলে ভালোভাবে পানি নিংড়ানো না হলেও কি সেই কাপড় পাক ধরব?
২/সেই কাপড় ভেজা অবস্তায় পড়ে নামাজ পড়লে হবে?
৩/বালতিতে আলাদা ভাবে তিনবার কাপড় ধোয়ার পর যেমন তৃতীয়বার ভালোভাবে নিংরানো জরুরি, ট্যাপের প্রবাহিত পানির ক্ষেত্রেও কি তাই?