ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন। হে মুমিনগণ! তোমরা নবীর জন্যে রহমতের তরে দোয়া কর এবং তাঁর প্রতি সালাম প্রেরণ কর।(সূরা আহযাব-৫৬)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নামাযের মধ্যে নির্ধারিত যে দরুদে ইবরাহিমী রয়েছে,সেটাই পড়তে হবে। নামায ব্যতিত যে কোনো শব্দে দুরুদ পড়ার রুখসত রয়েছে যদি দুরুদ তথা সালাত ও সালামের অর্থ তাতে নিহিত থাকে। সুতরাং
اللهم صل على محمد ،
অথবা
صلى الله على محمد ،
অথবা
الصلاة والسلام عليك يا رسول الله ،
অথবা
صلى الله عليه وسلم ،
যেকোনো একটি বাক্য দ্বারা দুরুদ পড়া যাবে।