আসসালামু আলাইকুম।
আমার খালু ইন্সুইরেন্স কোম্পানীতে জব করে। খালামণি আমায় একটা পোশাক কিনে দিয়েছে যেটা যথাসম্ভব খালুর টাকায় ক্রয় করা। পোশাকটির বাজার মূল্য ২০০-২৫০টাকার মধ্যে ইন শা আল্লাহ।
এখন,
খালুর ইনকাম যেহেতু হারাম,
পোশাকটি পরিধান করা কি আমার জন্য হারাম হবে?
যদি হারাম হয়, আমি যদি পোশাকটির মূল্য ২৫০ টাকা সওয়াবের নিয়ত ছাড়া কোনো অভাবীকে দান করে দিই, তাহলে কি ঐ পোশাক পরিধান করা আমার জন্য জায়েজ হবে?
এরকম সকল ক্ষেত্রে তাদের দেওয়া হাদিয়ার মূল্য সওয়াবের নিয়ত বাদে দান করে দিলে কি আমি ঐ হাদিয়া ব্যবহার করতে পারব? ( হাদিয়া নিতে মানা করা সম্ভব না বিধায়)