আমি একবার একজনের সাথে বাইরে গিয়েছিলাম। ওইদিন আমি প্লাজু পায়জামা (শরয়ী পর্দা মেনে বোরকা পড়েছিলাম) পড়ে গিয়েছিলাম। রিকশা থেকে নামার সময় আমার পা এর কিছু অংশ বের হয়ে পড়ে যদিও আমি পা-মোজা পড়েছিলাম। তার কিছুদিন পর,আমি চাচাতো বোনের সাথে কথা বলার সময় প্লাজুর কারণে সতর এভাবে বের হয়ে যাওয়ার কথা বলি আর সেসময় একটু জোশের বশে বলে ফেলি যে,'আল্লাহর কসম আমি আর প্লাজু পড়ে কোনোদিন বাইরে বের হব না( সিরিয়াসলি বলি নাই,কেমন যেন মুখ ফসকে বেরিয়ে গেছিল)'
তারপর,আমি ছাদে গেলে প্লাজু পড়ে গেছি মাঝে মধ্যে। আর,বাইরে যাওয়ার সময় পাল্টিয়ে যেতাম।কিন্তু,তাড়াহুড়ো করতে গিয়ে এ নিয়ে মোট ৩ বার প্লাজু পড়ে বাইরে চলে গিয়েছিলাম কিন্তু রাস্তার মাঝখানে মনে হওয়া আর তাড়াহুড়োর কারণে প্লাজুটা তখন পাল্টানো হয়নি তবে আমার সতর প্রকাশ পায়নি কোনোবারই।এখন,আমি ৩ দিনে না চাওয়াবশত যে সেভাবে চলে গেছি তার জন্য কাফফারা হিসেবে কি রোজা রাখব,আর রাখলে কয়টা রাখব?
তাছাড়া, ছাদে যাওয়াটা বিল্ডিং এর ভিতরে হওয়ায় আমি কসমের বিষয়টা সেক্ষেত্রে আমল করিনি,মানে প্লাজু পড়ে যাওয়া নিয়ে কোনো সংকোচ করিনি,যখন তা পরিহিত ছিলাম অবলীলায় চলে গিয়েছি,এটার জন্য কোনো সমস্যা হবে কি না?
উল্লেখ্য,আমার প্লাজু পায়জামা মাত্র ২ টা,যার একটা কেবল নামাজের জন্য।আমি এমনিতেও এ ধরণের পাজামা পছন্দ করি না,তাই স্বাভাবিক পাজামাই পড়ি।কাফফারা আদায় করলে কি প্লাজু পরে বাইরে বের যেতে পারব?? যদিও এ ধরনের পাজামা বানানোর নিয়্যত নাই,ওই ১ টার জন্যই জানতে চাওয়া।