ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
এশার ওয়াক্ত ফজরের পূর্ব পর্যন্ত বাকী থাকে, তাই তাহাজ্জুদের অজু দ্বারা বিতির,বিতিরের অজু দ্বারা তাহাজ্জুদের নামায পড়া যাবে।তবে ফজরের নামায পড়া যাবে না।
ফজরের ওয়াক্ত সূর্যোদয়ের সাথে সাথেই শেষ, তাই ফজরের অজু দ্বারা ইশরাক দোহা পড়া যাবে না।বরং নতুন অজু লাগবে।
(২)
আপনি আল্লাহর কাছে দু'আ করুন, সালাতুল হাজতের নামায পড়ুন।
এ'শার নামাযের পর সালাতুল হাজতের চার রা'কাত পড়তে হবে।এই নামাযের নিয়ম একটি হাদীসে মারফু এর আলোকে এভাবে রয়েছে যে,প্রথম রা'কাতে সূরায়ে ফাতেহা একবার,এবং আয়াতুল কুরসি তিনবার।এবং পরবর্তী তিন রা'কাতে সূরায়ে ফাতেহার সাথে সূরায়ে ইখলাছ এবং সূরায়ে ফালাক্ব ও সূরায়ে নাস একবার করে করে পড়তে হবে।মাশায়েখগণ বলেন,আমরা এমন পদ্ধতিতে নামায পড়তাম,আমাদের হাজত পূর্ণ হতো।মুনয়াতুল মুসাল্লি নামক কিতাবে দু'রাকাত সালাতুল হাজতের কথা বর্ণিত রয়েছে।(রদ্দুল মুহতার-২/২৮)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1453