আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
166 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (29 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

১. আমার একজন আত্মীয় ইসলামী ব্যাংকে মোটামুটি উঁচু পদে চাকরি করেন। এটাই উনার প্রধান ইনকাম সোর্স। উনার পক্ষ থেকে প্রায়ই উপহার আসে। একবার তিনি আমাকে একসেট জামা দিয়েছিলেন যেটা সতর্কতাবশত আমি ব্যবহার না করে রেখে দিয়েছি। কিছুদিন আগে আবার জামা হাদিয়া পেয়েছি। আমি এগুলো সওয়াবের নিয়ত ছাড়া কাউকে দান করতে পারছি না, আবার তাকে এর সমপরিমাণ মূল্যের কোনো কিছু হাদিয়া দেওয়াও আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কাপড়গুলো শুধু শুধু বাসায় পড়ে আছে। না পরলে বকা শুনতে হবে। এগুলো ব্যবহার করা কি আমার জন্য জায়েজ হবে? ঐ কাপড় গায়ে সালাত হবে?

২. এই প্রশ্নটা আমি আগেও করেছি। উত্তর বোধগম্য হয়নি। যদি কাপড়ে খুব অল্প পরিমাণ নাপাকী থাকে এবং সেগুলোর সাথে পাক কাপড় ভেজানো হয়, তবে কি পাক কাপড় নাপাক হয়ে যাবে? ভেজা নাপাক কাপড়ের সাথে ভেজা পাক কাপড় লাগলে কি পাক কাপড় নাপাক হয়ে যাবে?

1 Answer

0 votes
by (597,330 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ব্যাংকের সুদী সেক্টরে চাকুরী করা হারাম। এছাড়া অন্যান্য সেক্টর সমূহে উলামাগণ রুখসত দিয়ে থাকেন।তবে সর্বোপরি এ চাকুরী ছেড়ে দেয়াই উত্তম।
ব্যাংকে চাকুরীর বিধান সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/398

فى الفتاوى الهندية- أهدى إلى رجل شيئا أو أضافه إن  كان غالب ماله من الحلال فلا بأس إلا أن يعلم بأنه حرام ، فإن كان الغالب هو الحرام ينبغي أن لا يقبل الهدية ، ولا يأكل الطعام إلا أن يخبره بأنه حلال ورثته أو استقرضته من رجل ، كذا في الينابيع
যদি এমন কেউ কাউকে কিছু হাদিয়া দেয়,যার অধিকাংশ সম্পত্তি হালাল,তাহলে সেই মালকে গ্রহণ করা নাজায়েয নয়।তবে যদি সে জানতে পারে যে,দাতা হারাম থেকে দিচ্ছে তাহলে এমতাবস্থায় সেটা জায়েয হবে না।আর যদি তার মালের অধিকাংশই হারাম থাকে,তাহলে এমন ব্যক্তির হাদিয়া গ্রহণ জায়েয হবে না।এমন ব্যক্তির ওখানে আহার করাও যাবে না, যতক্ষণ না সে হালাল খাবারের সংবাদ দিচ্ছে বা এটা বলছে যে,সে ধার করে নিয়ে এসে আহার করাচ্ছে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/৩৪২)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1900

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার ঐ আত্মীয় যদি ব্যাংকের সুদি সেক্টরে চাকুরী করে থাকেন, তাহলে উনার প্রদত্ব কোনো হাদিয়া গ্রহণ করা আপনার জন্য জায়েয হবে না।

(২)
যদি কাপড়ে খুব অল্প পরিমাণ নাপাকী থাকে এবং সেগুলোর সাথে পাক কাপড় ভেজানো হয়, তবে পাক কাপড় নাপাক হয়ে যাবে।তবে ভেজা নাপাক কাপড়ের সাথে ভেজা পাক কাপড় লাগলে পাক কাপড় নাপাক হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/7947


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...