আসসালামু আলাইকুম।
যে মেয়েদের কোনো উত্তেজনা ছাড়াই মাঝে মাঝে সাদাস্রাব যাওয়ার অভ‍্যাস থাকে।সে ঘুম থেকে উঠে যদি স্বপ্নে অশালীন কিছু দেখেছে মনে থাকে,
1.কিন্তু যেটা বের হয়েছে সেটা সাদাস্রাব নাকি মযী নাকি বীর্য তা বুঝতে না পারে,তাহলে কি গোসল ফরয হবে?যেটা বের হয়েছে সেটা যদি সাদা বর্নের হয় তাহলে কি গোসল ফরয হবে?
2.যদি বুঝতে পারে মযী কিন্তু বীর্য না,তাহলে কি গোসল ফরয হবে?
3.আর কাপড়ে লেগে শুকিয়ে আছে,দেখে বুঝা যাচ্ছে না যে মযী নাকি বীর্য তাহলে কি গোসল ফরয হবে?
4.আর স্বপ্ন মনে নেই,কিন্তু তার প্রায় সাদাস্রাব যায়।ঘুম থেকে উঠে যদি দেখে কাপড়ে শুকনো কিছু লেগে আছে,বুঝা যায়না বীর্য নাকি সাদাস্রাব তাহলে সে কি করবে?