ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সে সম্পর্কে আল্লাহ তা’আলা নিজেই বলেন,
وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ مِنْهُم مَّن قَصَصْنَا عَلَيْكَ وَمِنْهُم مَّن لَّمْ نَقْصُصْ عَلَيْكَ وَمَا كَانَ لِرَسُولٍ أَنْ يَأْتِيَ بِآيَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ فَإِذَا جَاء أَمْرُ اللَّهِ قُضِيَ بِالْحَقِّ وَخَسِرَ هُنَالِكَ الْمُبْطِلُونَ
আমি আপনার পূর্বে অনেক রসূল প্রেরণ করেছি, তাদের কারও কারও ঘটনা আপনার কাছে বিবৃত করেছি এবং কারও কারও ঘটনা আপনার কাছে বিবৃত করিনি। আল্লাহর অনুমতি ব্যতীত কোন নিদর্শন নিয়ে আসা কোন রসূলের কাজ নয়। যখন আল্লাহর আদেশ আসবে, তখন ন্যায় সঙ্গত ফয়সালা হয়ে যাবে। সেক্ষেত্রে মিথ্যাপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে। ( সূরা আল-মু’মিন-৭৮)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/12189
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
এখানে দু'টি সম্ভাবনা রয়েছে,
(১) হয়তো হিন্দু বোদ্ধ ধর্মের অনুসারীরা আহলে কিতাবদের থেকে শুনে নিজেদের কিতাবে সংযোজন করেছে।
(২) হয়তো এই সব ধর্ম এক সময় সত্য ধর্ম ছিলো, পরে পুরো ধর্মই বিকৃত হয়ে যায়। তবে এর সম্ভাবনা নিতান্তই কম ও অগ্রহণযোগ্য।