আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ।
১।কোন ছেলে মেয়ে বিয়ে করেছে তা বাসায় জানাই নি ছেলেটা।মেয়েটা জানালেও মেনে নেয় নি।একান্তে ওরা মাঝে মাঝে সময় কাটায়।তহ ছেলেটার বাসা অনেক দূরে যেতে যেতে রাত হয়ে যায়।মা জানে কোন মেয়ের সাথে সম্পর্ক আছে।মা একটু রাগ করে সবসময়।তাই স্ত্রী বলে মা যাই বলবে বলুক আমাকে ছেড়ে দেওয়ার বিষয়ে কোন কথা কোনদিন বলবেন না।স্ত্রী বুঝাতে চাইছে মাকে কোনদিন এই বিষয়ে কথা বলবেন না।মানে মায়ের কথা শুনে রাগে স্ত্রীকে ছেড়ে দেওয়ার কথা না বলতে বলেছে।ছেড়ে দেয় নি, এই বিষয়ে না বলতে বলতেছে আর কি।কারন স্বামী এই বিষয়ে মানে কি কি বললে তালাক হতে পারে সেগুলো জানে না কখন কখন হতপ পারে সেসব জানে না। তাই স্ত্রী বারন করেছে না বলতে।এতে কি সমস্যা হবে? স্ত্রীকে পাওয়ার দিছে উপরোক্ত স্ত্রীর কোন কথার কারনে কি সমস্যা হবে?
২।এই বিষয়টা এমনিতে জানার জন্য।ধরেন স্বামী বলেছে তুই তাই ব্যাবহার করলে তালাক হয়ে যাবে।তহ স্ত্রী যদি ভালবেসে স্বামীকে গান শুনায়।মনে মনে স্বামীকে ভেবে ভেবে গাইলে।আর ঐগানে তুই বা তোর এমন শব্দ থাকলে।ঐ গান শুনালে কি তালাক হবে? সে তহ স্বামীর সাথে তুই তাই ব্যাবহার করে নি।শুধু গান শুনালে ঐগানে এমন শব্দ থাকলে সমস্যা হবে?এটা এমনিতে জানার জন্য।আমার বিষয় না।
৩।স্বামী স্ত্রী ধরেন বিয়ে করেছে।কিন্তু স্ত্রীর পরিবার মানে ওর বাবা,মা মেনে নেই নি।স্ত্রী এখনো বাবার বাড়িতে থাকে।তহ স্বামীর সাথে মেসেন্জারে কথা হওয়ার সময়,স্বামী একটা ভিড়িও দেয় সেখানে লিখা ছিল ৯৯% মেয়ের সংসার ভান্গে মা বাবার কারনে।মানে কু পরামর্শ বা বদদোয়া হয়ত এমনকিছু ছিল। স্ত্রী দেখে নি।কারন স্ত্রী খুবই ভয় পায় এসব কিছু নিয়ে সে স্বামীর সাথে থাকতে চায়।তাই সে বলে এগুলো ডিলেট করেন আমি দেখব না।স্বামী বলে দেখ না তুমার মা বাবা তুমাকে ভুলাবে যে।মানে স্ত্রীর মা স্ত্রীকে ভুলায় ফেলবে কথার জালে এমন বলেছে স্বামী।এসব কথা দ্বারা কোন সমস্যা হবে নাত?স্বামীও চায় স্ত্রীর সাথে থাকতে।
৪।কেউ ধরেন স্ত্রীকে থামানোর জন্য মানে আমি এতবার গুনব এর মধ্যে থাম তা না হলে ক্ষতি হবে এমন কিছু বুঝানোর জন্য ১ ২ ৩ ৪ ৫ বা এত পর্যন্ত গুনব বলে এভাবে গুনলে তহ সমস্যা হয় না।কিন্তু স্বামীর কোন কথা,ধরেন মনে থাকে না।স্ত্রীর মনে হচ্ছে স্ত্রীকে থামানোর জন্য এভাবে বলত। কারন স্ত্রীও স্বামীকে ধমক দেওয়ার জন্য বলত আমি ১০ পর্যযন্ত গুনব হেন তেন।স্বামীর কোন কথা মনে থাকে না তাই স্ত্রী জিগ্যেস করে নি।করলেও হয়ত উল্টা পাল্টা বলে দিবে কারন স্বামী তালাকের বিষয়ে এত কিছু জানে না।এমনিতে স্বামী বলেছিল ধরেন তালাকের নিয়তে কোনদিন কোন কথা বলে নি।স্ত্রীর ও মনে হচ্ছে এগুলো ঐভাবে বলত না।এখানে আগেও প্রশ্ন করেছিল বলেছিল এভাবে তালাক হয় না। আর স্বামীর মনে থাকে না তাই স্বামীকে প্রশ্ন করে নি।এতে কি কোন সমস্যা হবে?