আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
১. https://ifatwa.info/53228/?show=53286#a53286 এই প্রশ্নের প্রেক্ষিতে সেই ব্যাক্তিকে মাজহাব আর মানহাজ ভিন্ন হওয়া নিয়ে কি বুঝাতে চেয়েছেন জানতে চাওয়ায় নিম্নোক্ত কথাগুলো বলেছেন! সাথে নিচের লিংকগুলো দিয়েছেন আমাকে বুঝানোর জন্য!
"আমি কোরআন সুন্নাহর একজন একনিষ্ঠ অনুসারী। সালাফী মানহাজ বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সম্মানিত সাহাবায়ে কেরাম এবং তার পরবর্তী যুগের উল্লেখযোগ্য ইমামগণ, আলিমগণ যে মতধারা অনুসরণ করেছেন অর্থাৎ তারাই তো আমাদের সালাফে সালেহীন। তাদের মত ধরা অনুসরণ করা কেই সালাফী মানহাজ অনুসরণ করা বলে।
আমি কোরআন এবং সুন্নাহ অন্ধভাবে অনুসরণ করি। কোন মাযহাব বা ব্যক্তিগত মত কে অন্ধভাবে অনুসরণ করি না। তবে সকল ঈমাম কেই সম্মান করি। তাদের ইজতেহাদকে সম্মান করি। নির্দিষ্ট কোন ব্যক্তির অন্ধ অনুসারী না। যেখানে কোরআন এবং সুন্নাহ আছে সেখানে আমি আছি, শিরক বেদায়াতের সাথে আপোষহীন আমি। আমি কুরআন সুন্নাহর অন্ধ অনুসারী এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ অনুসারী।
আমি একমাত্র কোরআন সুন্নাহকে ভুলের ঊর্ধ্বে মনে করি, কোন মাজহাবকে ভুলের উর্ধ্বে মনে করি না, না কোন ব্যক্তিকে ভুলের ঊর্ধ্বে মনে করি। মানুষ মাত্রই ভুল হয়, আমারও প্রচুর ভুল আছে এটা আমি বিশ্বাস করি, তবে সত্যটা সর্বদা গ্রহণের জন্য দৃঢ় প্রতিজ্ঞ।
আর আপনি শায়খ আহমাদুল্লাহ এবং আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের মতাদর্শ অনুসরণ করলে আমার সাথে কোন দ্বন্দ্ব হওয়ার কথা না কিন্তু আপনি কি রকম অনুসরণ করেন আপনিই ভাল জানেন।
শায়ক আহমাদুল্লাহ সালাফী মানহাজ অনুসরণ করেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ ও সালাফী মানহাজ্ব অনুসরণ করতেন।"
https://youtu.be/9K2vG0t3APk
https://youtu.be/Kqile4qNLdo
https://youtu.be/C5auSt_1z-U
https://youtu.be/WZ7GjMqRnGE
২. আমি হানাফি মাজহাব ফলো করি কিন্তু শায়েখ আহমাদুল্লাহ, ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর শায়েখদের লেকচার শুনি, তাদের পছন্দ করি শায়েখ হিসেবে কারণ তারা হকপন্থি আলেম, সালাফি হলেও! তাই উক্ত লিংকগুলো দিয়েছেন তিনি! এক্ষেত্রে কি আমি ভুল?!
৩. শায়েখ আহমাদুল্লাহ উক্ত এক লিংকের লেকচারে বলেছেন তার আক্বিদা আহলে সুন্নাহ ওয়াল জামাআ, তার আক্বিদা সালাফি আক্বিদা! এর দ্বারা কি দুটো ই একই বুঝায়?!
৪. আবার উক্ত লেকচারগুলোর একটি তে শায়েখ আহমাদুল্লাহ বলেছেন মানহাজের ক্ষেত্রে সালাফি আক্বিদার চেয়ে সেইফ আক্বিদা আর নেই! অন্যগুলোতে বিভ্রান্তি আছে কিন্তু সালাফি মানহাজে সেই ভয় নেই!
৫. সর্বোপরি উপরিউক্ত কথাগুলো বলা ব্যক্তির কথাগুলো কি সঠিক?! আর যদি ভুল হয় তাকে কিভাবে বা কি বলে বুঝাতে পারি ভুল গুলো সংক্ষেপে দয়া করে বলবেন উস্তাজ!
৬. সঠিক মানহাজ সম্পর্কে জানতে চাই!
৭. উক্ত ব্যাক্তি কে বিয়ের জন্য পছন্দ করা নিজের ইমান আক্বিদার জন্য কি সেইফ হবে?!
৮. তিনি শায়েখ আহমাদুল্লাহ, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার দের অনুসরণ করেন ঠিক আছে! কিন্তু ড. আবু বকর জাকারিয়া, মঞ্জুরে এলাহিও তার পছন্দের শায়েখ! আমার কাছে মনে হয় এরা সবাই সালাফি আলেম হলেও শায়েখ আহমাদুল্লাহ আর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এই দুইজন হক্বপন্থি আলেম, তাদের থেকে ইলম বা পরামর্শ নেয়া যায়, কিন্তু বাকি দুইজন আলেম দের ভরসা করতে পারি না! আমার এই চিন্তা ভাবনা যদি সঠিক হয় তাহলে উক্ত ব্যাক্তিকে এই বিষয় টি সংক্ষেপে সুন্দর করে কিভাবে বুঝিয়ে বলতে পারি?!
[ উক্ত লিংক গুলো দেখে সব দিক বিবেচনা করে উত্তর দিবেন শায়েখ ইন শা আল্লাহ ]
জাযাকাল্লাহু খইরন