আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ।
আমার বাসার স্পেস মুটামুটি বড়, আর ফার্নিচার কম হওয়ায় ফাকা ফাকা অনেকটা।
বাসায় বেশিরভাগ আমি একা ই থাকি। আমার হাসবেন্ড অফিসে চলে গেলে,সন্ধায় ফিরে। আমাদের সাথে আমার শাশুড়ি শশুড় ও থাকেন। তবে সবসময় লাগাতার থাকেন না।
ইদানীং আমি মাস দুয়েক এর মত একা আছি, মাঝে মাঝে ভার্সিটি যাওয়া হয় ,নতুবা বাসায় একা ই থাকি।
সকাল সন্ধার মাসনুন অজিফা জানা অনুযায়ী আমল করি, ইংশা আল্লাহ্‌ !!
কিন্তু কিছুদিন যাবত আমি দিনের বেলায় ঘুমানোর ট্রায় করলে, চোখ লাগা মাত্রই বোবা ধরে।
কেন এমন হচ্ছে???
কি করতে পারি এর জন্য ??
জাযাকাল্লাহ !!