আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
320 views
in হজ ও উমরা (Hajj and Umrah) by (28 points)
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ

আমার মহিলাদের উমরাহ নিয়ে কিছু প্রশ্ন ছিলো
১) মহিলাদের তো নির্দিষ্ট ইহরামের কাপড় নেই।আমি তাহলে বাংলাদেশ থেকে পর্দার যে পোষাক (বোরকা+নিকাব) পড়বো ঐটাই আমার ইহরাম? আমি তাহলে মিকাতের জায়গা আসলে মনে নিয়ত করে তালবিয়া পাঠ শুরু করলেঈ হবে?
২) অনেকে সাজেস্ট করে এক সফরেই একাধিকবার উমরাহ করতে। এটা কি সুন্নাহ মোতাবেক?আমি জানতে চাঈ।

৩)উমরাহ এর তাওয়াফ শেষে যে ২ রাকাআত সালাত পড়তে হয় তার নিয়ত কি হবে? আর এ সালাত সাফা মারওয়া সাঈ করার আগে / পরে?
৪) নফল তাওয়াফ এর নিয়ম টা জানতে চাই।মেয়েদের জন্য।আর নিয়ত টাও বলবেন ইং শা আল্লাহ্

৫) উমরাহ তে কোথায় কোথায় কি কি দুআ সুন্নাহ এ বিষয়ে জানতে চাঈ উস্তায!অনেক বইয়ে ভুলভাল দেয়া আছে। সঠিক টা জানালে খুব উপকৃত হতাম।ইং শা আল্লাহ্

৬) মসজিদে নববি তে কোথায় কোথায় সালাত পড়বো+ দুআ কোথায় করবো?দরূদ কোথায় পড়বো?

৭) মিকাতের জায়গা আসার আগে তো আমি নিকাব করেই থাকবো।ঐ জায়গার ঘোষণা দেয়ার পর আমি নিকাব হাত মোজা খুলে ফেলবো? আর ক্যাপ এর উপর ঘোমটা দিবো?এ নিয়ে জানতে চাই।আর শুধু কি তাওয়াফ এর সময় নিকাব নিষিদ্ধ?আরো কোনো জায়গা আছে কি?
৮) তাওয়াফ এ পা মোজা পড়ার বিধান জানতে চাই।
দুআ করবেন উস্তায! আল্লাহ যেনো আমাকে বাইতুল্লাহর মুসাফির হিসেবে কবুল করেন।নিষ্পাপ হয়ে ফিরে আসার তৌফিক দেন।

1 Answer

0 votes
by (573,960 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
নারীরা হজ ও ওমরা পালনের জন্য ইহরামের পোশাক হিসেবে যে কোনো ধরনের শালীন পোশাকই পরিধান করতে পারবে। তারা এমন পোশাক পরিধান করবে যাতে পর্দার খেলাপ এবং কু-দৃষ্টি ও ফেতনার আশংকা না হয়।
আঁটোসাট পোশাক পরিধান করা যাবেনা।

চেহারা ব্যাতিত সম্পূর্ণ শরীর ঢাকতে হবে।

★প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!
ইহরাম অবস্থায়ও মহিলাদের চেহারার পর্দা করার বিধান রয়েছে- ইহরাম অবস্থায় চেহারায় কাপড় লাগানো নিষেধ। তবে চেহারা ঢাকা নিষেধ নয়। হযরত আয়েশা রা. থেকে বার্ণিত আছে, তিনি বলেন-

كَانَ الرُّكْبَانُ يَمُرُّونَ بِنَا وَنَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُحْرِمَاتٌ، فَإِذَا حَاذَوْا بِنَا سَدَلَتْ إِحْدَانَا جِلْبَابَهَا مِنْ رَأْسِهَا عَلَى وَجْهِهَا فَإِذَا جَاوَزُونَا كَشَفْنَاهُ.

ইহরাম অবস্থায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। লোকেরা যখন আমাদের পাশ দিয়ে যেত তখন আমরা আমাদের চাদর মাথায় সামনে ঝুলিয়ে দিতাম। আর চলে যাওয়ার পর তা সরিয়ে ফেলতাম। (সুনানে আবু দাউদ, হাদীস ১৮৩৩)

ফুকাহায়ে কেরাম বলেন, মহিলারা মাথা ক্যাপ বা এ জাতীয় এমন কিছু বেঁধে নিবে যে,যার উপর দিয়ে মাথা থেকে কাপড় ছেড়ে দিলে উক্ত কাপড় চেহারা কে স্পর্শ না করে নিচের দিকে চলে যাবে।চেহারা বলতে মুখের ঐ অংশ যা অজুতে ধৌত করা হয়ে থাকে।অর্থাৎ কপালের উপরাংশের চুল থেকে নিয়ে থুতনি পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত।(কিতাবুল ফাতাওয়া-৪/৩৭)

বিস্তারিত জানুনঃ- 

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনি বাংলাদেশ থেকে পর্দার যে পোষাক (বোরকা+নিকাব) পড়বেন, ঐটাই আপনার ইহরাম।

ইহরাম বেধে ২ রাকাআত নামাজ পড়ে ইহরামের নিয়ত করে নিবেন
اَللَّهُمَّ اِنِّي اُرِيْدُ العُمْرَةَ فَيَسِّرْهُ لِيْ وَ تَقَبَّلْهُ مِنِّي

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরাতা ফাইয়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি’

অর্থ : হে আল্লাহ! আমি ওমরার ইচ্ছা করছি; আপনি আমার জন্য তা সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে তা কবুল করুন।’

★ আপনি মিকাতের জায়গা আসলে মনে নিয়ত করে তালবিয়া পাঠ শুরু করলেও হবে।


(০২)
সময় সুযোগ থাকলে একাধিকবার ওমরাহ করাই ভালো।
কেননা এই সুযোগ তো সব সময় হয়না,তাই সময় সুযোগ থাকলে সুযোগকে কাজে লাগিয়ে একাধিকবার ওমরাহ করার পরামর্শ থাকবে।

(০৩)
তাওয়াফের পর যে দুই রাকাত নামাজ পড়তে হয় তা মাকামে ইবরাহীমের পিছনে পড়লে ভালো।
নারীদের নামাজের জন্য ওই দিকটায় নির্ধারিত স্থানও রয়েছে।

হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেন, ‘রাসূলুল্লাহ (সা.) যখন মক্কায় এলেন তখন বাইতুল্লাহর চারপাশে সাত বার তাওয়াফ করলেন। তাওয়াফ শেষে মাকামে ইবরাহীমের পেছনে দু’ রাকাত নামায পড়লেন। এরপর সাফা-মারওয়ার দিকে গেলেন।’  [সহিহ বুখারি( ১/২২০]

যদি সেখানে পড়ার সুযোগ না পাওয়া যায় তাহলে মসজিদে হারামের যে কোনো স্থানে তা পড়া যাবে।

ইবনে আবী আম্মার বলেন, ‘আমি আবদুল্লাহ ইবনে যুবায়ের (রা.)কে তাওয়াফ করতে দেখেছি। তিনি তাওয়াফ শেষে দু’ রাকাত নামায পড়লেন। তখন তাঁর ও কিবলার মাঝে তাওয়াফকারীরা তাওয়াফরত ছিল।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৫২৬৮]

★আপনি সেখানে নফল নামাজের নিয়ত করে ২ রাকাত নামাজ পড়বেন।
এ সালাত সাফা মারওয়া সাঈ করার আগে।

(০৪)
প্রথমে হাজারে আসওয়াদ এর নিকটে এসে এর মুখি হয়ে তাকবীর বলবেন।

এরপর ডানদিক ধরে চলতে থাকবে।

বায়তুল্লাহকে বামদিকে রাখবে। 

তাওয়াফের সময় কাবা শরিফ ও হাজরে আসওয়াদকে বাম দিকে রেখে যখন রুকনে ইয়ামেনীতে (হাজারে আসওয়াদের পর তৃতীয় কর্নার) পৌঁছবেন তখন 
 এ স্থানে তালবিয়া, তাকবির তাসবিহ ইত্যাদি পড়বেন।অতঃপর (সম্ভব হলে) রুকনে ইয়ামেনি স্পর্শ করবেন। সম্ভব না হলে দূর থেকে ইশারা করে হাজরে আসওয়াদের দিকে অগ্রসর হবেন।
ভিড় করবেন না। 

রুকনে ইয়ামেনী ও হাজারে আসওয়াদের মাঝখানে এলে বলবেন:
(رَبَّنَا آَتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآَخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ)
(অর্থ- হে আমাদের রব! আমাদিগকে দুনিয়াতেও কল্যাণ দান করুন এবং আখেরাতেও কল্যাণ দান করুন এবং আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা করুন।)
[সুনানে আবু দাউদ]

যখনই হাজারে আসওয়াদের পাশ দিয়ে অতিক্রম করবে তখনই হাজারে আসওয়াদ অভিমুখী হয়ে তাকবীর বলবে।

হাজরে আসওয়াদ পৌঁছার সঙ্গে সঙ্গে এক চক্কর সম্পন্ন হবে। এভাবে সাত চক্কর দেয়ার মাধ্যমে পুরো এক (ফরজ) তাওয়াফ সম্পন্ন হবে।

তওয়াফের অন্য অংশে যা কিছু খুশি যিকির, দুআ ও কুরআন তেলাওয়াত করবে।

(০৫)
এ সংক্রান্ত কমেন্ট বক্সে লিংকে দেয়া দোয়া গুলি পড়বেন।

(০৬)
মসজিদে নববীতে সালাত আদায়ের স্থানে সালাত আদায় করবেন,সম্ভব হলে রাসুলুল্লাহ সাঃ এর রওজার পাশে যেখানে সালাত আদায়ের স্থান রয়েছে,সেই স্থানেও সালাত আদায় করতে পারেন।

(০৭)
আপনি যে পদ্ধতি উল্লেখ করেছেন,তাহা সহীহ।
তবে হাতো মোজা খুলবেননা।
মাথারর উপর যেই কাপড় ছেড়ে দিতে হয়,সেটি ছেড়্রে দিবেন,তাহলে অনেকটা চেহারার পর্দা হবে।

★আপনি ওমরাহ এর আবশ্যকীয় সমস্ত কাজ চালাকালিন সময়ে নেকাব খোলা রাখবেন।
শুধু মাথার উপর থেকে কাপড় বিশেষ পদ্ধতিতে ছেড়ে দিতে পারবেন।

(০৮)
নারীগন ইহরাম অবস্থায় হাত মোজা,পা মোজা পরিধান করতে পারবে।
,
হাদীস শরীফে এসেছেঃ- 
হযরত আবদুল্লাহ ইবনে ওমর রা. মহিলাদেরকে ইহরাম অবস্থায় চামড়ার মোজা এবং পাজামা পরার অনুমতি দিতেন। তিনি বলেন, ছফিয়্যা রা. চামড়ার মোজা পরিধান করতেন, যা ছিল তাঁর হাটু পর্যন্ত। 
(মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস : ১৫৯৬৯,  ১৫৯৬৫)

আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, মহিলাগণ ইহরাম অবস্থায় হাত মোজা এবং পাজামা পরিধান করতে পারবে। 
(মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস ১৪৪৪০)

বিখ্যাত তাবেয়ী কাসিম ইবনে মুহাম্মাদ রাহ. বলেন, ইহরাম গ্রহণকারিনী হাত-মোজা ও পায়জামা পরিধান করবে। 
(মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীস ১৫৯৬৮)


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 227 views
0 votes
1 answer 237 views
...