ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/53049 নং ফাতাওয়ায় বলেছি যে,
সালাফি সম্পর্কে সংক্ষেপে এতটুকু বলা যায় যে, তারাও আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত একটি দল।
তবে শাখাপ্রশাখাগত কিছু কিছু মাস'আলা তারা চার মাযহাব থেকে ভিন্নতর মত পোষণ করে থাকেন। এজন্য তাদের পথভুলা দল বলা যেতে পারে,তবে তারা অবশ্যই আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত দল। তারা অন্ধঅনুকরণের অজুহাত দেখিয়ে সবার জন্য ইজতেহাদের দরজাকে খুলে দিতে চান,অথচ সবার জন্য ইজতেহাদ সম্ভবপর নয়। এমনকি সবার ইজতেহাদের যোগ্যততাও নেই।
মুজতাহিদ ফিল মাযহাব তথা যিনি নিজে নিজে সরাসরি কুরআন-হাদীস থেকে শরীয়ত বুঝার ক্ষমতা রাখেন।
অর্থাৎ যিনি নিম্নোক্ত পাঁচটি বিষয়ে যথেষ্ট পারদর্শী থাকবেন।(১) তাফসীর(২)হাদীস ও হাদীসের রাবী(৩)আরবী ভাষা(৪)সালাফে সালেহীনদের বর্ণনাকৃত মাসাঈল ও তাদের মন্তব্য সমূহ।(৫)এবং কুরআন-হাদীস থেকে কিয়াস করে হুকুম বের করা যোগ্যতা।
উপরোক্ত বিষয়ে পারদর্শী কোনো ব্যক্তির জন্য তাকলীদে শাখসীর কোনো প্রয়োজন নেই।উনার কাছে নিজ ইমামের বিপরিত কোনো একটি দিক কুরআন-সুন্নাহর অধিক নিকটবর্তী প্রমাণিত হলে, উনি সেটার উপরই আ'মল করবেন। এমনকি তখন উনার জন্য নিজ ইমামের অনুসরণ বৈধ হবে না।(মাযহাব কি ও কেন দ্রষ্টব্য)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি উনাকে জিজ্ঞেস করবেন যে, উনি মাযহাব এবং মানহাজ দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন??
তারপর আপনাকে বিশদভাবে জানাবো।জাযাকাল্লাহ।