আসসালামু আলাইকুম।
কোন ব্যক্তি বিভিন্ন সময় ফেসবুকে নাসিহাহ পূর্ণ লিখা শেয়ার করে বা মেসেঞ্জার গ্রুপে ইসলামিক লেখা শেয়ার করে। ফরজ নামাজের পর যে আমল গুলো আছে সেগুলো ছাপিয়ে কয়েক জায়গায় বিলি করেছে। এখন যেই লেখাগুলা সে পোস্ট করে, সেগুলো মেনে চলার চেষ্টা এবং নিয়ত আছে। কিন্তু সব সময় হয়তো মানা হয় না। হয়তো সে তার পোস্ট করা কিছু নাসিহার কথা নিজেই ভুলে যায় সময়ের সাথে। আর ফরজ নামাজের পর আমলের নিয়ত থাকে। মাঝে মাঝে নিজের গাফিলতি অথবা ব্যস্ততার কারণে আমলের কিছু কিছু বাদ যায় । এ আমল গুলো নফল বা সুন্নত , ফরজ নয়।
এখন প্রশ্ন হল, সে যে অন্য মানুষকে ভালো কাজের আদেশ দেন, কিন্তু নিজে মাঝে মাঝে সবগুলো না করার কারণে কি গুনাহ হবে? এরকম শুনেছেন, যে ব্যক্তি ভালো কাজের আদেশ দিয়ে নিজে বেখবর থাকবে কিয়ামতের দিন তার ঠোঁট কাচি দিয়ে কাটা হবে। ফেসবুকে অথবা বাস্তবে ভালো কাজের আদেশ অথবা বাস্তবে আদেশের ক্ষেত্রে কিভাবে সতর্কতা অবলম্বন করে কাজগুলো করা উচিত একটু বিস্তারিত বলবেন দয়া করে।
জাযাকুমুল্লাহু খইরন।।