আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
136 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (6 points)
reshown by
আসসালমুআলাইকুম শায়েখ,
1. শশুর বাড়ী গিয়ে খাওয়া দাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে যদি মনোমালিন্য হয়, দিয়ে যদি বলা হয় তোমার আব্বু মা এর  টাকাতে কিছু খাওয়া মানে সেটা হারাম।
২. স্ত্রী এর সঙ্গে খাওয়া দাওয়ার বিষয় এ সমস্যা হয়ে ক রেগে বলা তোমার হাতের রান্না আমার জন্য হারাম।

****এই দুটো বাক্য কি কেনিয়া বাক্য?
**** এই বাক্য বলার দ্বারা কি বৈবাহিক সম্পর্কের সমস্যা হবে?

***** রাগে বলেছি কোনো খারাপ নিয়ত ছিল না। তাকাল হয়ে যাবে নাকি হুজুর?

1 Answer

0 votes
by (598,650 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
تحريم الحلال يمين. كذا في الخلاصة. فمن حرم على نفسه شيئا مما يملكه لم يصر محرما ثم إذا فعل مما حرمه قليلا، أو كثيرا حنث ووجبت الكفارة كذا في الهداية-
হালালকে হারাম সাব্যস্ত করা কসমের সমতূল্য। যে ব্যক্তি কোনো জিনিষকে নিজের উপর হারাম সাব্যস্ত হবে।এ হারাম সাব্যস্তর দ্বারা উক্ত জিনিষ অবশ্যই হারাম হবে না।তবে যদি সে উক্ত জিনিষ করে নেয়,কম হোক বা বেশী হোক,তাহলে সে কসম ভঙ্গকারী রূপে গণ্য হবে।তার উপর কাফফারা ওয়াজিব হবে।(হেদায়া)(ফাতাওয়ায়ে হিন্দিয়া-২/৫৫)

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/5011

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
"তোমার আব্বু মা এর টাকাতে কিছু খাওয়া মানে সেটা হারাম।"

" তোমার হাতের রান্না আমার জন্য হারাম।"

এই সব কথা দ্বারা তালাক হবে না।তবে কসম হয়ে যাবে। সুতরাং কসমকে ভঙ্গ করে কাফফারা প্রদান করা স্বামীর উপর ওয়াজিব হিসেবে বিবেচিত হবে।
কসমের কাফফারা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1808


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...