আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
আমি একজন দরজির কাছে কিছু কাপড় বানাতে দিয়েছিলাম। কিন্ত উনি বলেছেন কোন নির্দিষ্ট ডেলিভারির তারিখ দিতে পারবেন না, যখন হবে তখন কল দিবেন। এদিকে আমারও কাপড গুলো দরকার। আমি তার টাকা বেশিরভাগ পরিশোধ ও করে ফেলেছি, বাকিটা অল্প যা আছে ডেলিভারির সময় করবো। এই অবস্থায় তাড়াতাড়ি ডেলিভারি দেয়ার জন্য একটা অবাস্তব কথা বলেছি বা কারণ দেখিয়েছি যেন দ্রুত ডেলিভারিব দেয়।
এখন আমি তো আমার কাপড়ের মূল্য পরিশোধ করে দিয়েছি বা অল্প যা আছে দিয়ে দিবো, তাইলে কি এই অবাস্তব কথা বলার জন্য কাপড়টা হারাম হবে?