আসসালামু আলাইকুম। আমি রেসিন আর কাঠের গয়না বানাতে পারি। বিশেষত, রেসিনের জুয়েলারি বর্তমান সময়ের মেয়েদের খুব পছন্দের। দীর্ঘস্থায়ী নয়, স্বল্প পরিসরে কিছু টাকা উপার্জনের জন্য আমি রেসিন, কাঠের জুয়েলারি তৈরি করে সেল করতে চাচ্ছিলাম। কিন্তু এটা জানা কথা যে, যেহেতু ম্যাক্সিমাম মেয়েরাই পর্দা করে না, তাদের পরিহিত জুয়েলারি (যদিও ছোটো) দেখা যাবে।
এই অবস্থায় আমি কিছু পরিমাণ জুয়েলারি (সর্বোচ্চ ২৫-৩০টা) বিক্রয় করলে কি তা নাজায়েজ কাজ হবে? আবার হিন্দু কারো কাছে বিক্রি করলে কি নাজায়েজ হবে??(যেহেতু ওরা শরীয়ত মানে না)