ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) জুমুআর দিন বিয়ে করা মুস্তাহাব(ফতহুল কাদীর-৩/১৮৯)। তবে এ দিনকে বিয়ের জন্য নির্দিষ্ট করে সুন্নত বলার কোনো বিশুদ্ধ দলীল নাই।
(২)
এতে কোনো সন্দেহ নাই যে, সর্বোত্তম মহর হল, মহরে ফাতেমি।
মহরে ফাতেমির পরিমাণ হল,১৩১ তুলা রুপার মূল্য।কেউ কেউ ১৪৭ তুলা রুপার কথাও বলেছেন।
এক ভড়ি রূপার মূল্য, ১০০০টাকা হলে ১৩১ তুলা রুপার মূল্য হবে,১,৩১,০০০টাকা।
বিস্তারিত জানুন-https://www.ifatwa.info/1667
(৩)
বিয়ের মহর সাথে সাথেই আদায় করে নেয়া সুন্নাহ। বাকী রাখতে হলে বিয়ের পূর্বেই কনের কাছ থেকে অনুমোদন নিতে হবে। নতুবা স্ত্রী মহর উসূল না হওয়া পর্যন্ত কাছে যেতে বাধা দিতে পারবে।
(৪)
বিয়ের পর বরের হাত ধুয়ে দেওয়া, বিয়ের সময় বউ এবং বউয়ের পরিবারের জন্য শপিং করা, বিয়ের পরদিন জামাইয়ের বাজার সদাই করা - এসব ইসলামের কোনো নিয়মনীতিতে নাই। বাসর রাতের মুহূর্তে স্বামী স্ত্রীর মাথার সামনের চুলের গোড়ায় হাত দিয়ে দু'আ পড়বে,চাইলে তখন চুমু খেতেও পারবে।
(৫)
সাধ্যানুযায়ী যতবেশী সম্ভব খরচ করা যাবে, এতে কোনো বাধা নেই। সর্বনিম্ন একটি বকরির কথা হাদীসে বলা হয়েছে।
(৬)
যদি ওয়ালিমাতে ফ্রি-মিক্সিং এর সম্ভাবনা থাকে, তাহলে কওয়ালিমা না করাই ভালো।