আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
116 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (13 points)
reshown by
আমি কয়েকদিন আগে ইউটিউবে লাইক শেয়ার এর মাধ্যমে টাকা ইনকামের একটা ওয়েবসাইটে 16 ডলার ইনভেস্ট করি। যদিও প্রথমের দিকে কয়েকটা গানে(যেখানে মেয়ে ছিল) আমি লাইক দিলেও পরে আমি ওগুলোকে আনলাইক আর আনসাবস্ক্রাইব করি। এবং ওদের কাছ থেকে পারমিশন নি গান থাকলে ওখানে লাইক আর সাবস্ক্রাইব দিব না। সেটা যাই হোক আমি ওখান থেকে সর্বোচ্চ নয় দশ ডলার মত তুলতে পারি। স্ক্যাম করে ওয়েবসাইট বন্ধ করে দিছে। আসলে লাইক সাবস্ক্রাইব এগুলো হচ্ছে দেখানোর জন্য ছিল মানুষকে বোঝানোর জন্য যাতে তারা কাজ দিচ্ছে এ ।পরে স্ক্যাম করার জন্য এমন করছে মানে একটা কাজে দেয়ার জন্য। আসলে ওরা মানুষের টাকা নিয়ে যাওয়ার জন্য এসব করছে। যেহেতু আমি প্রথমের দিকে কয়েকটাতে লাইক আর সাবস্ক্রাইব দিছি। পরে যদিও ওগুলাতে unlike and unsubscribe করে দিচ্ছি। আমি যা ইনভেস্ট করছি তার চেয়ে কম আরো তুলতে পারছি। আরো পাঁচ ডলার পাওনা ছিল। .এখন আমার টাকাগুলো কি খরচ করতে পারবো যেগুলো আমি তুলতে পারছি। ওরা আসলে আমাদের টাকায় আমাদের দিয়েছে।

1 Answer

0 votes
by (606,750 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
অন্যর মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কারো জন্য হালাল হয় না।
কেননা আল্লাহ তা'আলা বলেনঃ
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﻻَ ﺗَﺄْﻛُﻠُﻮﺍْ ﺃَﻣْﻮَﺍﻟَﻜُﻢْ ﺑَﻴْﻨَﻜُﻢْ ﺑِﺎﻟْﺒَﺎﻃِﻞِ ﺇِﻻَّ ﺃَﻥ ﺗَﻜُﻮﻥَ ﺗِﺠَﺎﺭَﺓً ﻋَﻦ ﺗَﺮَﺍﺽٍ ﻣِّﻨﻜُﻢْ ﻭَﻻَ ﺗَﻘْﺘُﻠُﻮﺍْ ﺃَﻧﻔُﺴَﻜُﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﻛَﺎﻥَ ﺑِﻜُﻢْ ﺭَﺣِﻴﻤًﺎ
তরজমাঃ-হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু। (সূরা নিসা(২৯)আরো জানুন- https://www.ifatwa.info/3747

হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة رضي الله عنه – أيضاً - ، وفيه : ( مَنْ غَشَّ ، فَلَيْسَ مِنِّي
ভাবার্থঃযে কাউকে ধোকা দিলো সে আমাদের অন্তর্ভুক্ত নয়। (সহীহ মুসলিম- হাদীস নং-১৪৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/726

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যাইহোক, আপনি যথাসম্ভব এই ধোকা জাতীয় পেশা থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে এসেছেন। আল্লাহ আপনার কল্যাণ করুক।আমীন।

যা আপনি নিজে ইনভেষ্ট করেছেন, সেগুলো আপনার নিজের হক ও অধিকার। তাই এগুলো বা এই সমপরিমাণ আপনি গ্রহণ করতে পারবেন। আর যা আপনি ইনভেষ্টের অতিরিক্ত ইনকাম করেছেন, সেগুলো সদকাহ করে দিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...