ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
وَعَنْ أَبِي اللَّيْثِ لَا يَجُوزُ طَلَاقُ الْمُوَسْوِسِ يَعْنِي الْمَغْلُوبَ فِي عَقْلِهِ عَنْ الْحَاكِمِ هُوَ الْمُصَابُ فِي عَقْلِهِ إذَا تَكَلَّمَ تَكَلَّمَ بِغَيْرِ نِظَامٍ
ওয়াসওয়াসা গ্রস্থ ব্যক্তি -যার বিবেকবুদ্ধি লোপ পেতে বসেছে,এবং ঐ ব্যক্তি বিবেকবুদ্ধিতে সমস্যা চলে এসেছে, তাদের তালাক গ্রহণযোগ্য নয়।(রদ্দুল মিহতার-৪/২২৪, বাহরুর রায়েক্ব-৫/৯১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
★মনে "তালাক দিলাম" শব্দ আসার পর মুখে যদি উচ্চারণ করা হয় "হু" তাহলেও তালাক পতিত হবে না।
★
আপনার উক্ত বিবরণ দ্বারা বুঝা যাচ্ছে,আপনি সম্পূর্ণটাই ওয়াসওয়াসাগ্রস্থ।তাই আপনার তালাক গ্রহণযোগ্য নয়। অর্থাৎ আপনার মুখ থেকে কিছু বের হলেও তালাক পতিত হবে না।
(২)
"প্রয়োজন নেই"উচ্চারণ করারর সময় হঠাৎ যদি মনে হয় যে, এর অর্থ হল, আমি আমার ওয়াইফ কে বলছি "তোমার প্রয়োজন নেই"। তাহলে এদ্বারাও তালাক হবে না।কেননা ওয়াসওয়াসাগ্রস্থ রোগীর তালাক পতিত হয়না।