ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
আকীকা নতুন করে করতে হবেনা।
(০২)
অনেক ঝামেলা হওয়ায় সেই গুরুত্বপূর্ণ কাগজ গুলোতে নাম পরিবর্তন না করলেও চলবে।
(০৩)
হাদীস শরীফে এসেছেঃ-
عَن سَمُرَةَ بْنِ جُنْدُبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: لَا تسمين غُلَاما يسارا وَلَا رباحا ولانجيحا وَلَا أَفْلَحَ فَإِنَّكَ تَقُولُ: أَثَمَّ هُوَ؟ فَلَا يَكُونُ فَيَقُولُ لَا رَوَاهُ مُسْلِمٌ. وَفِي رِوَايَةٍ لَهُ قَالَ: «لَا تسم غُلَاما رَبَاحًا وَلَا يَسَارًا وَلَا أَفْلَحَ وَلَا نَافِعًا»
সামুরাহ্ ইবনু জুনদুব (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তুমি কখনো তোমাদের ‘‘গোলাম’’ (সন্তান)-এর নাম ‘ইয়াসার’, ‘রবাহ’, ‘নাজীহ’ ও ‘আফলাহ’ রেখ না। কেননা যখন তুমি তার নাম ধরে ডাকবে, আর সে উপস্থিত থাকবে না, তখন কেউ বলবে ‘‘নেই’’।
মুসলিম-এর অপর বর্ণনায় রয়েছে, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ তুমি তোমার গোলামের নাম ‘রবাহ’, ‘ইয়াসার’, ‘আফলাহ’ কিংবা নাফি‘ নাম রেখ না।
সহীহ : মুসলিম ১১-(২১৩৬), আহমাদ ২০২৪৪, সহীহ ইবনু হিব্বান ৫৮৩৮, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৬৬৫২, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৭৮৮, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৬৮৯৭, ইরওয়াউল গালীল ৪/৪০৭ পৃঃ, সহীহ আত্ ٨তারগীব ওয়াত্ তারহীব ১৯৭৮, আবূ দাঊদ ৪৯৫৮, তিরমিযী ২৮৩৬, ইবনু মাজাহ ৩৬৩০।
يَسَار
[ইয়াসার] শব্দের অর্থঃ
সহজতা
সচ্ছলতা
সমৃদ্ধি
ঋণ-পরিশোধক্ষমতা
(০৪)
এক্ষেত্রে আপনি নাম পরিবর্তন এর বিষয় আপনার পরিবার,প্রতিবেশি,বন্ধু বান্ধব,পরিচিতদেরকে যথাসম্ভব জানাবেন।
তারা যেনো আর ইয়াসার নামে না ডাকে।
(০৫)
প্রশ্নের বিবরণ মতে এতে গুনাহ হবেনা।
তবে রাসুলুল্লাহ সাঃ এর নিষেধাজ্ঞা থাকায় নামটি পরিবর্তন করাই ভালো।