সকল মুসলিমের জন্য ‘ঈসালে সওয়াব’ জায়েয।
কুরআন মজীদে ইরশাদ হয়েছে,
وَ الَّذِیْنَ جَآءُوْ مِنْۢ بَعْدِهِمْ یَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَ لِاِخْوَانِنَا الَّذِیْنَ سَبَقُوْنَا بِالْاِیْمَانِ وَ لَا تَجْعَلْ فِیْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِیْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِیْمٌ۠ .
এবং (ফাই-এর সম্পদ তাদেরও প্রাপ্য আছে ) যারা তাদের (অর্থাৎ মুহাজির ও আনসারদের) পরে এসেছে। তারা বলে, হে আমাদের প্রতিপালক! ক্ষমা করুন আমাদের এবং আমাদের সেই ভাইদেরও যারা আমাদের আগে ঈমান এনেছে এবং আমাদের অন্তরে ঈমানদারদের প্রতি কোনো হিংসা-বিদ্বেষ রাখবেন না। হে আমাদের প্রতিপালক! আপনি অতি মমতাবান, পরম দয়ালু। (সূরা হাশর : ১০)
ঈসালে সওয়াবের উদ্দেশ্যে যেসব কাজ করা যায়ঃ
১
মৃতের নামে সদকা করা।
২
কুরবানী করা।
৩
মৃতের জন্য কুরআন তিলাওয়াত করা।
৪
মৃতের জন্য দুআ করা।
৫
ইস্তিগফার করা।
৬
হজ্ব করা।
ইত্যাদি পূণ্যের কাজ করে মৃত ব্যক্তির জন্য ঈসালে সওয়াব করা যায়। যা কুরআন ও হাদীসের মাধ্যমে সুষ্পষ্টরূপে প্রমাণিত।
আরো জানুনঃ
শরীয়তের বিধান হলো কুরআন কারীম তেলাওয়াত করে বা ছদকাহ করে ঈসালে ছওয়াব করা যাবে।
(কিতাবুন নাওয়াজেল ১/৩৭৫)
বিস্তারিত জানুনঃ
,
★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
দিনক্ষন নির্দিষ্ট না করে এভাবে মাইয়্যিতের নামে ঈসালে ছওয়াবের উদ্দেশ্যে লোকদের খাওয়ানো জায়েজ।
তবে প্রশ্নে উল্লেখিত ছুরতে বিবাহের আগের দিনে এভাবে ছাগল জবাই করে খাওয়ানোর মধ্য দিয়ে লোকদের মাঝে গায়ে হলুদের খাবার এর একটি কথা চালু হতে পারে,তাই উক্ত দিন না এটির আয়োজন না করে অন্য কোনো দিন করার পরামর্শ থাকবে।
,
ঈসালে ছওয়াবের উদ্দেশ্যে তৈরী কৃত এই খাবার যদি ধনীদের জন্যেও পাকানো হয়,তাহলে আপনারা,পরিবারের লোক সকলও খেতে পারবেন।
তবে এখানে লক্ষনীয় বিষয় হলো,ধনীদের খাওয়ানোর দরুন মাইয়্যিতের ছওয়াব হবেনা।
তাই গরিবদেরই খাওয়ানোর চেষ্টা করতে হবে।