https://www.ifatwa.info/52249
শায়ক এটা পূর্ব প্রশ্নের লিংক।একানে পুরো ঘটনা উল্লেখ করেছি।
শায়খ এখানে বলেছি যে তালাকের মাসয়ালা বলতে গিয়ে আমার স্বামী আমাকে ওভাবে বলেছে "মনে করো তোমাকে তালাক দিলাম।এর পরের মাসে যদি না দি তখন আমি অন্য দিকে ঘোরানোর জন্য বলি যদি কেউ তার স্ত্রীকে না দেয় সাথে সাথে সেও বলে যদি না দেয়। এরপরের মাসে যদি না দেয়(এখানে আমি অন্য স্বামী স্ত্রীর দিকে ইঙ্গিত করে বলার সে যতোটুকু কথা বলছে আমার মনে হয় সেও অন্যদের দিকে ইঙ্গিত করে বলছে তাও লাস্ট বাক্যটা নিয়ে একটু সন্দেহ হচ্ছে অন্যদের দিকে ইঙ্গিত করে বলছে কিনা) তাহলে এমনিতে তালাক হয়ে যাবে।"
শায়খ আমি ৭/৮ মাস আগে ঘটনাটা ঘটার সময় ওভাবে শুনেছিলাম বলে মনে হচ্ছে।তখন মনে হয় বা ধরো এ ধরনের কথা শুরুতে বলে নিয়েছিলো কিনা এটা নিয়ে কোনো ধরনেরই সন্দেহ হয়নি।আর এটা নিয়ে অনেক দিন ভাবিনি কারন শায়খ নিষেধ করেছিলো এটা নিয়ে ভাবতে।৬/৭ মাস হঠাৎ ওই ঘটনাটা ভাবতে গিয়ে সন্দেহ হয় মনে করো কথাটা বলে নিয়েছিলো কিনা।অনেক আগের ঘটনা না তো সব কেমন জানি ঝাপসা হয়ে গেছে আর স্বামী উক্ত ঘটনার পরের দিন জিজ্ঞেস করলে বলে সে নাকি ওভাবে বলেইনি যেটা পূর্ব প্রশ্নে বলেছি।কিন্তু আমি ৭/৮মাস আগে যখন ঘটনাটা ঘটে তখন ওভাবে শুনেছিলাম বলে মনে হয়েছে।যেহেতু কথাটা আমিই শুনেছি আর এখন আমার মনে সন্দেহ হচ্ছে।আর সে তো বলছে মনে করো তোমাকে তালাক দিলাম এটা বলেইনি।তবুও আমার আমার শোনা কথার উপর ভিত্তি করে জিজ্ঞেস করি সে ও রাগ করে উত্তরে বলে এখানে যে কেনো ২ উদ্দেশ্য হতে পারে হয় তোমাকে মাসয়ালা শিক্ষা দেওয়ার জন্য বলচি নয়তো তোমাকে স্ত্রী হিসেবে ত্যাগ করার জন্য বলছি।মনে করো তোমাকে তালাক দিলাম কথাটা উল্লেখ করে জিজ্ঞেস করেচিলাম কিনা মনে নাই তবে ঐ বাক্যের দিকে ইঙ্গিত করে জিজ্ঞেস করেছিলাম আপনার কি উদ্দেশ্য ছিলো তখন??
১."মনে করো তোমাকে তালাক দিলাম এরপরের মাসে যদি.....বাকিটুকু" এভাবে বললে কি কোনো তালাক হবে??
২.এমতাবস্থায় পূর্বের বনিত ঘটনা ও এখনকার সব বর্ননা মতে ৬/৭ মাস পর মনে করো বলে নিয়েছিলো কিনা এটা নিয়ে আমার সন্দেহ হওয়ার কারনে তালাক হবে কি??স্বামীকে মনে কর বলা নিয়ে জিজ্ঞেস করিনি কখনো একন করবো কি?।তাছাড়া আগে মনে কর বা ধরো এধরণের কথা নিয়ে সন্দেহই ছিলোনা।৬/৭ মাস পর সন্দেহ হচ্ছে এতে তালাক হবে কিনা??
৩."সে ও রাগ করে বলে এখানে যে কেনো ২ উদ্দেশ্য হতে পারে হয় তোমাকে মাসয়ালা শিক্ষা দেওয়ার জন্য বলচি নয়তো তোমাকে স্ত্রী হিসেবে ত্যাগ করার জন্য বলছি।" এভাবে বলার কারনে মনে কর তোমাকে তালাক দিলাম এটা বলেছিলো বলে স্বীকারোক্তি দেওয়া হয়ে যাবে??
৪."তোমাকে তালাক দিলাম।এর পরের মাসে যদি না দি তখন আমি অন্য দিকে ঘোরানোর জন্য বলি যদি কেউ তার স্ত্রীকে না দেয় সাথে সাথে সেও বলে যদি না দেয়। এরপরের মাসে যদি না দেয়(এখানে আমি অন্য স্বামী স্ত্রীর দিকে ইঙ্গিত করে বলার পর সে যতোটুকু কথা বলছে আমার মনে হয় সেও অন্যদের দিকে ইঙ্গিত করে বলছে। তাও লাস্ট বাক্যটা নিয়ে একটু সন্দেহ হচ্ছে অন্যদের দিকে ইঙ্গিত করে বলছে কিনা দেয় বলেছে নাকি দিই বলেছে।) তাহলে এমনিতে তালাক হয়ে যাবে।" এখানে বর্ননা মতে কয় তালাক হবে যদি মনে কর বলে না নেয়??
৫.এমনিতেই তালাক হয়ে যাবে এট দ্বারা যদি সে বোঝাতে চায় যে ১ তালাকে বাইন হয়ে যাবে (২য় বা ৩য় তালাক দেয়া উদ্দেশ্য না থাকে) ও পুনরায় বিয়ে করতে হবে তাহলে পুরো বিবরন মতে কয় তালাক হবে?? এখানে মাসয়ালাটা বলছে।
শায়খ সব প্রশ্নগুলোর উত্তর একটু বুঝিয়ে বলবেন যাতে আর প্রশ্ন করে বিরক্ত না করি আপনাদের,,,