আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
170 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (28 points)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।

উস্তাদ,

আমি আমার পরিচিত একজন দোকানদার ভাই থেকে  কিছুদিন আগে আমার এক শিক্ষার্থীর জন্য একটা ছোট বই কিনেছিলাম, দাম নিয়েছিল ৭৫ টাকা। পরে অন্য একদিন সকালে ঐ রকম আরেকটা বই আরেক শিক্ষার্থীর জন্য কিনতে গেলাম। উনাকে টাকা দিলাম কিন্তু আজ তিনি আমার কাছে একই বইয়ের দাম রাখলেন ৬০ টাকা। আমি বুঝলাম যে,আজ লাভের কিছুটা অংশ হলেও ছেড়ে দিচ্ছেন তিনি। পরে বললাম ভাই আপনি ব্যবসা করছেন রাখেন, অন্য সময় একজন আরেকজন নাস্তা করালে সেটা ভিন্ন বিষয়। কিন্তু তিনি রাখলেন না। মূলত তিনি মুহাব্বত করে সকাল বেলায় আমার থেকে আগের চেয়ে দাম কম রেখেছেন, অথচ উনি জানেন না যে, এটা আমার জন্য না।
★১) তাহলে উনি যে, আমাকে মুহাব্বত করে আগের দামের চেয়ে ১৫ টাকা কম রাখলেন সেটা কি আমার শিক্ষার্থীর হক হবে নাকি আমার হক হবে।
উল্লেখ্য যে, শিক্ষার্থীর অভিভাবক আমাকে আগেই বই কিনতে ১০০ টাকা দিয়েছিলেন। আমি বলেছিলাম কিনার পর টাকা অবশিষ্ট থাকলে ফেরত দিব আপনার বাকী টাকা।

★ ২) আস-সুন্নাহ শব্দের অর্থ ? এবং আস-সুন্নাহ ফাউন্ডেশন এর অর্থ তাহলে কী হবে?


জাজাক আল্লাহ

1 Answer

0 votes
by (583,020 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

(০১) শরীয়তের বিধান অনুযায়ী কোনো দোকানদার যদি সন্তুষ্টি চিত্তে ক্রেতা থেকে টাকা কম নেয়,তাহলে সেই কমানো জায়েজ আছে।
এই কমানো টাকার মালিক মূল ক্রেতা হবে।

আল্লাহ তায়ালা বলেন  
{یٰٓاَیُّہَا الَّذِیْنَ آمَنُوْا اَوْفُوْا بِالْعُقُوْدِ} [المائدۃ: ۱]
হে ঈমানদার!   তোমরা লেনদেন ঠিকঠাক ভাবে পরিপূর্ণ করো।  

عن کثیر بن عبد اللّٰہ بن عوف المزني عن أبیہ عن جدہ قال: قال رسول اللّٰہ ا: المسلمون علی شروطہم۔ (سنن الترمذي ۱؍۲۵۱)
মুসলমান গন শর্তের ভিত্তিতেই চলে।

ویشترط في ذٰلک رضا العاقدین۔ (الفتاویٰ الہندیۃ ۴؍۴۱۱)
এক্ষেত্রে ক্রেতা বিক্রেতার সন্তুষ্টি শর্ত। 
 
 এক্ষেত্রে যেহেতু ঐ টাকার মালিক ঐ শিক্ষার্থী,সুতরাং এই টাকা তাকে ফেরত দিতে হবে।
এই টাকার মালিক কোনোভাবেই আপনি হবেননা।

তবে আপনি যেহেতু কাজ করেছেন,সেই বাবদ আপনাকে যদি পারিশ্রমিক হিসেবে  সেই শিক্ষার্থী কিছু টাকা দিতে চায়,তাহলে আপনি তা নিতে পারেন। 
  
الأجرۃ إنما تکون في مقابلۃ العمل۔ (شامي ۴؍۳۰۷ زکریا)
পারিশ্রমিক কাজের বিনিময়ে হয়।  

★★শিক্ষার্থীর সন্তুষ্টি ব্যাতিত আপনি টাকা নিতে পারবেননা। 

আল্লাহ তায়ালা বলেনঃ  
لقولہ عز وجل: {یٰٓأَیُّہَا الَّذِیْنَ آمَنُوْا لاَ تَاْکُلُوْا اَمْوَالَکُمْ بَیْنَکُمْ بِالْبَاطِلِ اِلاَّ اَنْ تَکُوْنَ تِجَارَۃً عَنْ تَرَاضٍ مِنْکُمْ} [النساء، جزء آیت: ۲۹]
যার সারমর্ম হলো  
হে ঈমানদারগন তোমরা অবৈধ ভাবে কাহারো সম্পদ খেয়োনা।
হ্যাঁ যদি সন্তুষ্টি চিত্তে হয় তাহলে কোনো সমস্যা নেই ,,,,,,    

وَعَنْ أَبِىْ حُرَّةَ الرَّقَّاشِىِّ عَنْ عَمِّه قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : «أَلَا لَا تَظْلِمُوا أَلَا لَا يَحِلُّ مَالُ امْرِئٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ»
আবূ হুররাহ্ আর্ রক্কাশী (রহঃ) তাঁর চাচা হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সাবধান! কারো ওপর জুলুম করবে না। সাবধান! কারো মাল তার মনোতুষ্টি ছাড়া কারো জন্য হালাল নয়। 

(আহমাদ ২০৬৯৫, শু‘আবুল ঈমান ৫১০৫, ইরওয়া ১৪৫৯, সহীহ আল জামি‘ ৭৬৬২,মিশকাত ২৯৯৪৬।)
,
(০২) ফাউন্ডেশনের অর্থঃ ভিত্তি,ভিত,বুনিয়াদ। 
سُنَّة ج سُنَن [سنن]
[সুন্নাহ] এর অর্থঃ  রীতি,নিয়ম,পথ,পন্থা,সুন্নত,স্বভাব,হাদীস।
,
★★সুতরাং প্রশ্নে উল্লেখিত আস-সুন্নাহ ফাউন্ডেশন এর অর্থ দাড়ায় সুন্নাহকে ভিত বানিয়ে তৈরী কৃত সংগঠন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...