ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(وَلَفْظُ السَّلَامِ) مَرَّتَيْنِ فَالثَّانِي وَاجِبٌ عَلَى الْأَصَحِّ بُرْهَانٌ، دُونَ عَلَيْكُمْ؛ وَتَنْقَضِي قُدْوَةً بِالْأَوَّلِ قَبْلَ عَلَيْكُمْ عَلَى الْمَشْهُورِ عِنْدَنَا وَعَلَيْهِ الشَّافِعِيَّةُ خِلَافًا لِلتَّكْمِلَةِ
নামাযের মধ্যে বিশুদ্ধ মতানুযায়ী দ্বিতীয় সালাম ওয়াজিব।আস-সালামু ওয়াজিব।আলাইকুম ওয়াজিব নয়।প্রথম সালামে আস-সালামু বলার সাথে সাথেই ইকতেদা শেষ হয়ে যায়, তথা তখন আর কোনো মুক্তাদি ইকতেদা করতে পারবে না।এটা আমাদের হানাফি মাযহাবের সিদ্ধান্ত।হ্যা, শাফেয়ী মাযহাবের এ বিষয়ে ভিন্ন মত রয়েছে।(রদ্দুল মুহতার-১/৪৬৮)
সালাম সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/3464
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিতর নামাজের শেষে প্রথমে ভুলে ডানে সালাম ফেরানোর সময় 'সুবহানাল মালিকিল কুদ্দুস' বলে ফেলেছেনন, পরে দ্বিতীয় সালাসে 'আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ' বলেছেন, তাই নামায হয়ে গেছে।