আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
218 views
in পবিত্রতা (Purity) by (39 points)
আসসালামুয়ালাইকুম

আমার কিছু প্রশ্ন ছিল নাপাকি নিয়ে,

*অদৃশ্যমান নাপাকি অর্থাৎ প্রস্রাব লাগা কাপড় কোথায় প্রস্রাব লাগছে তা জানা যায় না এর কোনো চিহ্নও থাকে না এমতাবস্থায় কাপড় ফ্লোরে যদি তিনবার আলাদা ভাবে মগে পানি নিয়ে কাঁচা হয় তখন তা কি পাক হবে? প্রস্রাব তো তরল এটি তো সরে যাওয়ার কথা।

*অনেক জায়গায় দেখা যায় বাথরুম করে কেউ ঠিক মতো পানি নেয় না সেই হাতে তারা সুইচ,কল, বাথরুমের হ্যান্ডেল ধরে এখন সেই বাথরুম আমি ব্যবহার করার সময় আমাকেও তো ওগুলো স্পর্শ করা লাগে তা স্পর্শ করে নিজের কাপড় ধরলে আমার কাপড়ও কি নাপাক হয়ে যাবে? সবজায়গা তো আর এতো ধোঁয়া মোছা যায় না!
*সুইচে কেউ নাপাক ভেজা হাত দিয়ে ধরলে তা নাপাক হয়ে যায় পরবর্তীতে কেউ পাক ভেজা হাত দিয়ে ধরলে হাতও কি নাপাক হয়ে যাবে? এবং সেই হাত দিয়ে ভিতরে গিয়ে কল মগ ধরলে সব কি নাপাক হয়ে যাবে?

*আমার বাবা প্রস্রাব করে পানি নেন না তার স্পর্শকৃত সবকিছু কি নাপাক?

*বালতি,মগ, বদনায় নাপাক পানি পড়লে কয়বার আর কিভাবে ধুবো?আর সেগুলো ধোঁয়ার সময় শরীরে ছিটা লাগলে শরীর কয়বার ধুবো?

*মেয়েদের ইস্তেনজার নিয়ম কি? প্রস্রাব ধুতে গিয়ে যে ছিটা লাগে সেই ছিটা ধুতে গিয়ে আবার যে ছিটা লাগে তা কি নাপাক? এরকম হলে ছিটা তো বাড়তেই থাকবে ফলে তো পাক হতে পারবো না!

*সন্দেহের কারণে সবকিছু কি নাপাক ধরা যাবে? চোখে যদি নাপাকির কিছু না দেখি তাহলে কি তা পাক ধরবো?

প্লিজ উওর জানাবেন।

1 Answer

0 votes
by (583,410 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
অদৃশ্যমান নাপাকি কাপড়কে ফ্লোরে যদি তিনবার আলাদা ভাবে মগে পানি নিয়ে কাঁচা হয়,এবং প্রত্যেকবার নিংড়ানো হয়, তাহলে সেই কাপড় পাক-পবিত্র হয়ে যাবে।

*অনেক জায়গায় দেখা যায় বাথরুম করে কেউ ঠিক মতো পানি নেয় না, সেই হাতে তারা সুইচ,কল, বাথরুমের হ্যান্ডেল ধরে এখন সেই বাথরুম অন্য কেউ ব্যবহার করার সময় তাকেও তো ওগুলো স্পর্শ করতে হবে। 

এমতাবস্থায় দৃশ্যমান কোনো নাপাকি না থাকলে সুইচ, কল ইত্যাদিকে পাকপবিত্রই ধরে নেয়া হবে।


*আমার বাবা প্রস্রাব করে পানি নেন না তার স্পর্শকৃত সবকিছুকে  নাপাক বলা যাবে না। বরং প্রস্রাব যে সব স্থানে লাগবে,শুধুমাত্র সেইসব স্থানকেই অপবিত্র মনে করা হবে।

*বালতি,মগ, বদনায় নাপাক পানি পড়লে তিনবার ধৌত করতে হবে।সেই বালতি মগ থেকে পানি ছিটকে কাপড় বা শরীরে লাগলে কাপড় ও শরীরও নাপাক হবে।

*মেয়েরা প্রস্রাব ধৌতে গিয়ে যে ছিটা লাগে সেই ছিটাকে ধৌত করে নিবে।সেই ছিট ধৌতে করতে গিয়ে আবার যে ছিটা লাগে তাতে কোনো সমস্যা হবে না। বরং পানি হাতে নিয়ে লজ্জস্থানে ছিটিয়ে দিলেই হবে।

*সন্দেহের কারণে সবকিছুকে নাপাক ধরা হবে না। চোখে যদি নাপাকির কিছু না দেখা হয়, তাহলে তা পাক ধরবেন।


পাক নাপাকের একটি মূলনীতি এক্ষেত্রে লক্ষণীয়--
ইবনে আবেদীন শামী রাহ লিখেন,
(قوله: وطين شارع)طين الشوارع عفو وإن ملأ الثوب للضرورة ولو مختلطا بالعذرات وتجوز الصلاة معه.................أقول: والعفو مقيد بما إذا لم يظهر فيه أثر النجاسة كما نقله في الفتح عن التجنيس
প্রয়োজনের ধরুণ রাস্তার মাঠি ক্ষমাযোগ্য। যদিও কাপড় মাঠি দ্বারা লেপ্টে যাউক না কেন এবং যদিও সেই মাঠি নাজাসত দ্বারা মিশ্রিত হউক না কেন। এদ্ধারা নামায বিশুদ্ধ হবে। তবে যদি  নাজাসতের চিন্থ দৃশ্যমান থাকে,(এক দিরহামের বেশী হলে)তাহলে নামায বিশুদ্ধ হবে না।(রদ্দুল মুহতার-১/৪২৪)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (583,410 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 141 views
...