বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)স্বামী যদি স্ত্রীকে বলে, "যেই জামাই ভাল হবে ওই জামাইরে বিয়া কইরো তুমি যাও" এই কথায় স্ত্রী তালাকের অধিকার পাবে না।কেননা অন্য কোনো জামাই তো হওয়ার কোনো কথাই আসে না।
(২)নিয়ত ছাড়া স্বামী কেনায়া বাক্য বললে তালাকের মজলিস হবে না।
(৩)স্বামী যদি মজা করে স্ত্রীকে বলে নিয়ত ছাড়া, "যেই জামাই ভালো হবে ওই জামাইরে বিয়া কইরো যাও" স্বামী স্ত্রী কেউ তালাক চায় নাই। এটি কেনায়া হবে না। স্বামীর এই কথা বলার পর এটা তালাকের মজলিশ হবে।
(৪)স্বামী স্ত্রী কেউই তালাক চায় নাই। স্বামী ৩নং এর কথাটি বলার পর স্ত্রী বলল "এইসব কথায় স্ত্রীকে তালাকের অধিকার দেওয়া বুঝায়" স্ত্রীর এই কথার জন্য কি তালাকের মজলিস হবে।
(৫)স্ত্রী ওয়াসওয়াসার রোগী। স্বামী স্ত্রীকে বলেছে তালাক এর বিষয় নিয়ে বেশি না ভাবতে। একদিন স্বামী বলল 'তোমার মাথায় শয়তান ভাল মত ধুকছে, তুমি শয়তান এর ধোকায় ভাল মত পরছ , তুমি শেষ'। এইখানে তুমি শেষ বলতে স্ত্রীর মনে শয়তান ভর করেছে তাই বলেছে। এইখানে এইভাবে কথা বলাতে তাদের সম্পর্কে সমস্যা হবে না।
৬) "তোমার মাথায় শয়তান ভর করছে, তোমার মাথা গেছে, তুমি শেষ" তুমি শেষ বলতে স্বামী বুঝাইছে শয়তান এর ধোকায় পরে তুমি শেষ। স্বামী এইখানে সম্পর্ক শেষ বুঝায় নাই। তালাকের মজলিশে উক্ত কথাগুলো বলার জন্য কোনো সমস্যা হবে না।
(৭)স্বামী যদি স্ত্রীকে বলে, তালাকের ওয়াসওয়াসায় তুমি সংসারে অশান্তিতে থাকবা, তুমি কখনই ভালো থাকতে পারবে না, এই অশান্তি থেকে তুমি কখনো বের হতে পারবে না, এই কথায় কেনায়া তালাক হবে না।