ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
কেউ যদি তার স্ত্রীকে বলে, বিয়ের পর তুমি আমারে ধোকা দিলে ছাইড়া দিব। এ কথা দ্বারা মুয়াল্লক তালাক হবে না। এবং কেনায়া তো হবেই না। বরং এখানে শুধুমাত্র তালাকের ওয়াদাই হবে।
(২)
বিয়ের আগে হবু বউ যদি হবু স্বামীকে বলে , " আমি জানি আমার যদি বিয়ের পর বাচ্চা না হয়, তুমি আমারে ডিভোর্স দিবা"
তখন হবু স্বামী কথা না বাড়ানোর জন্য বলে "আচ্ছা"। বলে নাই যে হ্যা দিব। বিয়ের পর ডিভোর্স দেয়ার তার কোনো নিয়ত নাই।
হবু স্বামীর "আচ্ছা" বলাতে মুয়াল্লাক তালাক হবে না। বরং স্ত্রীর সাথে তালাকের ওয়াদা হবে।
(৩)
২নং এ স্ত্রীর কথায় হবু স্বামী যদি কথা না বাড়ানোর জন্য বলে "আচ্ছা তুমি যা মনে কর" অর্থাৎ তুমি যেইটা ভাবার ভাবো, এই কথার জন্য মুয়াল্লাক তালাক হবে না।
(৪)
বিয়ের আগে কোনো মেয়ে কেনায়া তালাক নিতে পারবে না।
(৫)
বিয়ের সাথে সাথেই এক তালাক পতিত হয়ে স্ত্রী বায়েন হয়ে যাবে। কেননা সহবাসের পূর্বে স্ত্রীর উপর ধারাবাহিক এক,দুই,তিন তালাক পতিত হয়না।তবে একসাথে তিন তালাক দিলে, তা পতিত হয়ে যাবে।