আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ...
উস্তায আমার প্রশ্নটা এই যে, আমার পূর্ববর্তী জীবনে একটি প্রেমের সম্পর্ক ছিল যা অবশ্যই গুনাহের কাজ, (আল্লাহ আমাকে মাফ করুন।) কিন্তু আল্লাহ আমাকে হিদায়াত দান করেছেন আলহামদুলিল্লাহ এবং সেই হারাম থেকে বের হওয়ার ও তাওফিক দিয়েছেন,সে ও প্রায় ৪ বছর আগের কথা।সেই সময় সেই ছেলেটি আমাকে একটি শাড়ি উপহার দিয়েছিলো, সেটা এখন আমি কি করবো বুঝতে পারছি না,কাপড়টা পাতলা,ঘরে পরার উপযুক্ত, আমার আশেপাশে যারা আছেন দেয়ার মতো তারা পর্দা করেন না,তারা আমার দেয়া এই পাতলা কাপড় পরে বাইরে গেলে আমার ও গুনাহ হবে,আবার শুধু শুধু তুলে রাখতেও চাইছি না, অপচয় পছন্দ করি না তাই নষ্ট করে ফেলতেও পারিনি। এখন যদি আমার মনে ফিতনার আশংকা না থাকে তবে কি আমি শাড়িটি ব্যবহার করতে পারবো?
বিঃদ্রঃ যদি এই শাড়িটি ব্যবহার করা আমার জন্য নাজায়েজ হয়ে থাকে তাহলে অবশ্যই করবো না।