আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তাদ
১/ আল্লাহ মুনাফিকদের ফজরের নামাজ পড়ার নিয়ামত দেন না। এই নিয়ামত থেকে আমি বঞ্চিত। প্রতি মুহূর্তে মৃত্যু ভয়ে আচ্ছন্ন থাকি। এই মুহূর্তে যদি মউত আসে, মুনাফিক হিসেবে মারা যেতে হবে।
হয়তো আমি বুঝতে পারছিনা কিন্তু মুনাফেকি আচরণে জড়িত। মুনাফেকি আচরণ থেকে বাচার উপায় কি?
২/ অজানা এমন ব্যাক্তিকে নিয়ে কথা বলা, যাকে ঐ শ্রুতা চিনে না, তাহলে এমতাবস্থায় গীবত হবে না। কিন্তু যদি কখনো অজানা ব্যাক্তি শ্রোতার সাথে আমার কনভারসেশন দেখে ফেলে, তাহলে কি আমি গীবতের পাপে জড়িয় যাবো?
এর প্রায়শ্চিত্ত কিভাবে করব? তার সাথে ক্ষমা চাওয়ার সুযোগ নাই, বৈরিতা, ক্ষমা চাইলে উলটো অপমানিত হতে হবে, ক্ষমা চাওয়ার পরেও কথা শুনাবে যে এটা আমার মনের কথা নয়। তাহলে এমন অবস্থায় আমার করণীয় কি???
৩/ অধিক মৃত্যুভয় কি দোষণীয়?
৪/ উম্মাহকে নিয়ে অতিরিক্ত চিন্তা করাটা কি দোষণীয়? নিজের যোগ্যতা কম, দ্বীন শিখছি আলহামদুলিল্লাহ, যেটুকু শিখছি ও দাজ্জাল নিয়ে জানছি, সারাদিন উম্মাহর কল্যাণে কি করা যায়, কিভাবে বোঝানো যায় ফিতনা নিয়ে, সন্তানের তারবিয়াত নিয়ে, দ্বীন শেখার প্রয়োজনীয়তা নিয়ে এসব ভাবতে থাকি। এই ব্যাপারে কিছু নসীহা করুন।