আসসালামু আলাইকুম। ইস্তেঞ্জায় কত সময় অতিবাহিত করা স্বাভাবিক? অর্থাৎ গড়ে কত কতক্ষণ থাকলে মোটামুটি বলা যায় যে পানি নেওয়ার পর প্রসাবের ফোঁটা আর আসবে না? উল্লেখ থাকে যে আমার আলহামদুলিল্লাহ কোন সমস্যা নেই। পানি নেওয়ার পরেও প্রসাবের ফোঁটা আসার আশঙ্কায় অনেক সময় ধরে টয়লেটে থাকতে হয়। তাই ইস্তেঞ্জার স্বাভাবিক সময় জানতে চাচ্ছি।