আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ।
১।ধরেন একটা মেয়ের স্বামীকে জেলে নিয়েছে মানে কোন মামলার কারনে।মেয়েটা এখনো বাবার বাসায় নামিয়ে নেয় নি।মেয়েটা যদি বলে আমি সবকিছুর বিনিময়ে আমার স্বামীকে চায়। কিন্তু মেয়েটা এটা ভালবেসে বলেছে,সে তার স্বামীকে খুব ভালবাসে।ওর স্বামী ওকে তালাকের পাওয়ার দিছে।কথাটা বলার পর থেকে ওর মনে তালাকের বিভিন্ন ওয়াসওয়াসা আসতে থাকে।ওর মনে বিভিন্ন ওয়াসওয়াসা আসে যে বিনিময়ে ওটা কেন বলেছে কেউ যদি বলে তুমার স্বামীকে আমি ছাড়িয়ে আনব তার বদলে তোমার স্বামীকে ছেড়ে দাও এমন বললে কি হবে? মেয়েটা কিন্তু এই নিয়তে বলে নি।কথাটা বলার সময় মাথায় এত কিছু ছিল না।কথাটা বলার সময়,কি মনে মনে বলেছিল নাকি হালকা আওয়াজে বলেছিল তা মনে নেই ওর।যদি হালকা আওয়াজেও বলে সে এত কিছু ভেবে বলে নি।ও চায় না স্বামীকে ছারতে,সে স্বামীকে খুব ভালবাসে।কথাগুলো বলার সময় পাশে কেউ ছিল না।সে মনে হয় এটা বুঝিয়েছে টাকা পয়সা সব কিছুর বিনিময়ে।কথাটা বলার সময়,এতকিছু মাথায় ছিল না।সে নিজে নিজে কথাগুলো বলতেছিল।কথাটা দ্বারা কি কোন সমস্যা বা শর্ত যুক্ত তালাকের কিছু বুঝাবে? বা কোন সমস্যা হবে পরে?
২।এটা এমনিতে জানার জন্য।এই ঘটনাটা হয় নি শুধু জানার জন্য।ধরেন মেয়েটার মা বাবা মেনে নেয় নি ।ধরেন মেয়েটা যদি মা বাবাকে বলত আমার স্বামীকে ছাড়িয়ে এনে দেন,আপনারা যা করতে বলেন তা করব।এর পর মা বাবা যদি বলে তুমার স্বামীকে ছারিয়ে এনে দিব বা দিছি এবার তুমার স্বামীকে ছেড়ে দাও।কিন্তু মেয়েটা যদি না ছাড়ে তাহলে কি কোন সমস্যা হবে?