আসসালমুআলাইকুম হুজুর,
তালাক শব্দ টি এত বাজে আমি সেটা জানি। একবার আমার অনেক বড়ো ক্ষতি করে দিয়েছিল এই শব্দ টি।
হুজুর স্ত্রীর সঙ্গে যদি একটু কিছু হয় তাহলে মনের মধ্য তালাক দিয়ে দিবো , বা তালাক, ইত্যাদি ভাবনার সৃষ্টি হয়ে যায় । এইটা কি শয়তানের কার্য কলাপ?
আমি তখনই সঙ্গে সঙ্গে তওবা করি। এবং বলি আমি আমার স্ত্রী কে কখনো তালাক দিবনা।
১. হুজুর মনে মনে এই রকম কথার সৃষ্টি হলে কি তালাক হবে?
২. হালকা ঠোঁট নাড়িয়ে এমন কিছু কথা বা সেই শব্দ উচ্চারণ হয়ে গেলে কি তালাক হবে?
শুধু এইরকম হচ্ছে আর খুবই ভয় হচ্ছে।