আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+2 votes
194 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)
আমি যে কোম্পানীতে চাকুরী করি তারা ইনকাম ট্যাক্স বাবদ প্রতিমাসে নির্দিষ্ট পরিমান টাকা কেটে রাখে এবং তা সরকারি খাতে জমা হয়। বছর শেষে সরকারের নিকট ইনকাম ট্যাক্স রির্টান দাখিল করার সময় অতিরিক্ত ট্যাক্স দিতে হয়। এই অতিরিক্ত ট্যাক্স থেকে বাঁচার জন্য বিভিন্ন ইনভেস্টমেন্ট দেখাতে হয় যেমন ডিপিএস করা, সঞ্চয়পত্র ক্রয় করা ইত্যাদি। এই অতিরিক্ত ট্যাক্স থেকে বাঁচার জন্য সঞ্চয়পত্র ক্রয় করা কি জায়েজ হবে? উল্লেখ্য, ১ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনলে ১৫ হাজার টাকা মওকুফ পাওয়া যায়। সঞ্চয়পত্র না করলে বছর শেষে আমাকে আরো ৪৫ হাজার টাকার মত অতিরিক্ত ট্যাক্স দিতে হবে। সঞ্চয়পত্র থেকে তিন মাস অন্তর সুদ আসে যা আমি ছোয়াবের নিয়ত ছাড়া দান করে দেই। ট্যাক্স থেকে বাঁচার জন্য সঞ্চয়পত্র ক্রয় করা এবং সুদ গ্রহন করে তা দান করে দেয়া কি জায়েজ হবে? জাজাকাল্লাহু খইরান।

1 Answer

+1 vote
by (61,230 points)
edited by

 

بسم الله الرحمن الرحيم

জবাব,

আল্লাহ তায়ালা পবিত্র কালামে এরশাদ করেন:

قوله تعالى- وَاجْتَنِبُواْ قَوْلَ الزُّورِ  [الحج-30

এবং মিথ্যা কথা থেকে বাঁচো। {সূরা হজ্জ্ব-৩০}

عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاَحَ فَلَيْسَ مِنَّا وَمَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا (صحيح مسلم، كتاب الايمان، باب قَوْلِ النَّبِىِّ – صلى الله تعالى عليه وسلم – « مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا، رقم الحديث-294(

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-যে আমার উম্মতের উপর অস্ত্র উঁচু করে সে আমার উম্মতভূক্ত নয়, আর যে আমাদের সাথে ধোঁকাবাজী করে, সেও আমার উম্মতভূক্ত নয়। {সহীহ মুসলিম, হাদীস নং-২৯৪, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৫৫৫৯, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সুনানে দারেমী, হাদীস নং-২৫৪১, মুসনাদে আহমাদ, হাদীস নং-১৫৮৩৩, মুসনাদুল বাজ্জার, হাদীস নং-৩৭৯৭, মুসনাদে ইবনে আবী শাইবা, হাদীস নং-৭২১}

عبد الله بن مسعود عن أبيه عن النبي صلى الله عليه وسلم قال لعن الله آكل الربا وموكله وشاهديه وكاتبه

হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাঃ এর পিতা থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-“যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, তার সাক্ষী যে হয়, আর দলিল যে লিখে তাদের সকলেরই উপর আল্লাহ তায়ালা অভিশাপ করেছেন। (মুসনাদে আহমাদ, হাদিস নং-৩৮০৯, মুসনাদে আবি ইয়ালা, হাদিস নং-৪৯৮১)

  সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

সঞ্চয়পত্র মূলত একটি সূদভিত্তিক লেনদেন। তাই এ থেকে বেঁচে থাকা আবশ্যক। তবে যদি শুধুমাত্র ইনকাম ট্যাক্স থেকে বাঁচার জন্য সঞ্চয়পত্র সাময়িক ক্রয় করে তা আবার একমাসের মধ্যেই বাতিল করা হয়, স্বল্প মেয়াদে চুক্তিটি বাতিল করার কারণে কোন প্রকার সুদী কার্যক্রমে জড়িত হবার সম্ভাবনা না থাকে, তাহলে এভাবে কৌশলে ট্যাক্স থেকে বাঁচার সুযোগ আছে। [মুস্তাফাদ-কামুসুল ফিক্বহ-৩/৩১১]

কিন্তু যদি সুদভিত্তিক লেনদেনে জড়াতে হয়, তাহলে ইনকাম ট্যাক্স থেকে বাঁচার জন্য হলেও সঞ্চয়পত্র ক্রয় করা জায়েজ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...