জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কোনো ভাবে স্ত্রীর সাথে বনিবনা না হলে,সব রকমের চেষ্টার পরেও সমাধান না হলে তালাক দেয়ার অনুমতি শরীয়ত প্রদান করেছেন।
,
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِ ۗ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ [٢:٢٢٩
অতঃপর যদি তোমাদের ভয় হয় যে,তারা উভয়েই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না,তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়,তবে উভয়ের মধ্যে কারোরই কোন পাপ নেই। এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা। কাজেই একে অতিক্রম করো না। বস্তুতঃ যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, তারাই জালেম। [সূরা বাকারা-২২৯]
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ امْرَأَةَ ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، ثَابِتُ بْنُ قَيْسٍ، مَا أَعْتِبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلاَ دِينٍ، وَلَكِنِّي أَكْرَهُ الكُفْرَ فِي الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ؟» قَالَتْ: نَعَمْ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْبَلِ الحَدِيقَةَ وَطَلِّقْهَا تَطْلِيقَةً
ইবনু ‘আববাস (রাঃ) হতে বর্ণিত যে, সাবিত ইবনু কায়স এর স্ত্রী নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! চরিত্রগত বা দ্বীনী বিষয়ে সাবিত ইবনু কায়সের উপর আমি দোষারোপ করছি না। তবে আমি ইসলামের ভিতরে থেকে কুফরী করা অর্থাৎ স্বামীর সঙ্গে অমিল) পছন্দ করছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি কি তার বাগানটি ফিরিয়ে দেবে? সে বললঃ হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি বাগানটি গ্রহণ কর এবং মহিলাকে এক তালাক দিয়ে দাও। [বুখারী, হাদীস নং-৫২৭৩, ইসলামিক ফাউন্ডেশন- ৪৭৮১]
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই!
(০১)
প্রশ্ন উল্লেখ রয়েছে,
তারা আপনাকে জিজ্ঞাসা করেঃ-
""৪ বছর জেল খাটবি না তার সাথে সংসার করবি? আমি বলবো জেল খাটবো,সংসার করবো না।
প্রশ্নের বিবরণ মতে এতে তালাক হবেনা।
(০২)
উল্লেখিত ছুরতেও তালাক হবেনা।
(০৩)
প্রশ্নে উল্লেখ রয়েছেঃ-
"স্ত্রীর উপর রাগ করে বলেছিলাম যে, তোমার বাবাকে আসতে বলো যেন এই সময়ের ভিতরে তোমার বাবাকে বাসায় পায়!""
এটা কেনায়া শব্দ নয়।
এতে তালাক হবেনা।
(০৪)
প্রশ্নে উল্লেখ রয়েছেঃ-
""স্ত্রীর সাথে গন্ডগোল চলছিল তাই সে বাবার বাড়িতে ছিল। একদিন রাতে আমার ঘুম ভেংগে যায়। কান্না করতে থাকি। তখন মাকে ডাকি। মা এসে বলে কি হয়সে আমাকে বল, বউমা কে কি এনে দিব? আমি বলি যে, না, তাকে আমার জীবন থেকে সরিয়ে দাও।""
এ কথার দ্বারা তালাক হবেনা।
আরো জানুনঃ-